কাতারে ৮ হাজার প্রবাসী করোনায় আক্রান্ত

  • Update Time : ০৬:১৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
  • / 238

কাতারে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত আট হাজার প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ প্রবাসী। এতে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশ কমিউনিটিতে। এ অবস্থায় প্রবাসীদের কাতারের স্বাস্থ্যবিধি ও আইন কানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা।

কাতারে বেড়েই চলছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মারা গেছেন অর্ধশতাধিক মানুষ। আনুষ্ঠানিকভাবে দেশটির সরকার জাতি ভিত্তিক কোনো পরিসংখ্যান প্রকাশ না করলেও কাতারের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ পর্যন্ত আট হাজার বাংলাদেশি আক্রান্ত এবং ১২ জন মারা গেছেন।

এতো সংখ্যক বাংলাদেশি আক্রান্ত ও মারা যাওয়ায় আতঙ্কিত কাতারের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

কাতার বাংলাদেশ কমিউনিটি নেতা দিদারুল আলম আরজু বলেন, বিশ্বের বহু দেশে প্রবাসীরা আছেন কিন্তু কাতারের মতো এতো বেশি আক্রান্ত কোথায়ও হয়নি। দূতাবাস তথ্যানুযায়ী ১২ জন বাংলাদেশি মারা গেছেন। কিন্তু আমাদের ধারণা আরও বেশি হবে। কমিউনিটির পক্ষ থেকে অনুরোধ করব প্রবাসীরা যেন কাতারের দেয়া স্বাস্থ্যবিধি ও আইন কানুন মেনে চলেন।

কাতারে বিভিন্ন পেশায় ৪ লাখ ১৬ হাজার বাংলাদেশি কর্মরত।

Tag :

Please Share This Post in Your Social Media


কাতারে ৮ হাজার প্রবাসী করোনায় আক্রান্ত

Update Time : ০৬:১৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০

কাতারে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত আট হাজার প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ প্রবাসী। এতে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশ কমিউনিটিতে। এ অবস্থায় প্রবাসীদের কাতারের স্বাস্থ্যবিধি ও আইন কানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা।

কাতারে বেড়েই চলছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মারা গেছেন অর্ধশতাধিক মানুষ। আনুষ্ঠানিকভাবে দেশটির সরকার জাতি ভিত্তিক কোনো পরিসংখ্যান প্রকাশ না করলেও কাতারের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ পর্যন্ত আট হাজার বাংলাদেশি আক্রান্ত এবং ১২ জন মারা গেছেন।

এতো সংখ্যক বাংলাদেশি আক্রান্ত ও মারা যাওয়ায় আতঙ্কিত কাতারের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

কাতার বাংলাদেশ কমিউনিটি নেতা দিদারুল আলম আরজু বলেন, বিশ্বের বহু দেশে প্রবাসীরা আছেন কিন্তু কাতারের মতো এতো বেশি আক্রান্ত কোথায়ও হয়নি। দূতাবাস তথ্যানুযায়ী ১২ জন বাংলাদেশি মারা গেছেন। কিন্তু আমাদের ধারণা আরও বেশি হবে। কমিউনিটির পক্ষ থেকে অনুরোধ করব প্রবাসীরা যেন কাতারের দেয়া স্বাস্থ্যবিধি ও আইন কানুন মেনে চলেন।

কাতারে বিভিন্ন পেশায় ৪ লাখ ১৬ হাজার বাংলাদেশি কর্মরত।