বৃষ্টি এলো
- আপডেটের সময়: ১০:৪৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / 297
সাজিয়া ইসলাম দিবা
বৃষ্টি এলো গগন জুড়ে,
কালো মেঘের ভেলায় চড়ে।
ঝড়ো হাওয়া আর মেঘের গর্জনে,
পুরনো দিনের কথা গুলো আসে মনে।
আনমনে গান গাই বৃষ্টির সুরে সুর মিলিয়ে,
ভেজা মাটির নেশা ভরা গন্ধে যায় হারিয়ে।
জারুল, নয়নতারা আর ঘাস ফুলে,
বৃষ্টির কোমল স্পর্শ যেন যায় ছুয়ে।
এমন দিনে একটা কদম ফুল পাওয়ার আকাংক্ষা,
রয়ে যায় মনে সর্বদা জানি না পাবো কবে দেখা,
সেই প্রতিক্ষায় রইলাম আমি তোমার অবন্তীকা…।
ট্যাগ :



























