লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ড্রোন হামলায় নিহত অভিযুক্ত

  • Update Time : ০৭:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
  • / 338

সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি ও চার আফ্রিকানকে গুলি করে হত্যার মূল হোতা ড্রোন হামলায় নিহত হয়েছেন। খালেদ আল মিশাই নামের ওই ব্যক্তি মঙ্গলবার রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে দেশটির বিমানবাহিনীর ড্রোন হামলায় নিহত হন। খবর লিবিয়া অবজারভারের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী। রাজধানী ত্রিপোলিসহ অনেক এলাকা জাতিসংঘ-স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারের (জিএনএ) নিয়ন্ত্রণে থাকলেও বেনগাজীসহ অনেক তেলসমৃদ্ধ এলাকা খলিফা হাফতারের বাহিনীর দখলে রয়েছে।

গত ২৮ মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে এক মানবপাচারকারীর সহযোগী ও স্বজনরা। এতে আহত হন আরও ১১ জন বাংলাদেশি।

Tag :

Please Share This Post in Your Social Media


লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: ড্রোন হামলায় নিহত অভিযুক্ত

Update Time : ০৭:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০

সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি ও চার আফ্রিকানকে গুলি করে হত্যার মূল হোতা ড্রোন হামলায় নিহত হয়েছেন। খালেদ আল মিশাই নামের ওই ব্যক্তি মঙ্গলবার রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে দেশটির বিমানবাহিনীর ড্রোন হামলায় নিহত হন। খবর লিবিয়া অবজারভারের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী। রাজধানী ত্রিপোলিসহ অনেক এলাকা জাতিসংঘ-স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারের (জিএনএ) নিয়ন্ত্রণে থাকলেও বেনগাজীসহ অনেক তেলসমৃদ্ধ এলাকা খলিফা হাফতারের বাহিনীর দখলে রয়েছে।

গত ২৮ মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে এক মানবপাচারকারীর সহযোগী ও স্বজনরা। এতে আহত হন আরও ১১ জন বাংলাদেশি।