রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • / ১৪০ Time View

ইউসুফ আলী চৌধুরী,রাজশাহী প্র্রতিনিধিঃ

রাজশাহীর পবা উপজেলার আলাই বিদিরপুরে রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ  কর্মসূচীর উদ্বোধন করা হয়।

শুক্রবার(১৬ জুলাই)সকাল সাড়ে ৯টায় Rotary Year Launching 2021-2022 with Tree Plantation Program এর উদ্বোধন করেন রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর ২০২১-২২ রোটারী বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আরিফ হোসেন।

রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহী এর উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালনের আওতায় পবা উপজেলার আলাই বিদিরপুরে রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর স্থায়ী প্রজেক্ট SCEP (Service Center for Elderly People)এর সবুজ প্রাঙ্গণে বেশকিছু নারিকেল গাছরোপণ করা হয়।

বছরব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচী শেষে উপস্থিত রোটারিয়ানদের সাথে SCEP এ Palliative Care Unit স্থাপনের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮১ এর রাজশাহী জোনের লেঃ গভর্নর এম এ মান্নান, এ্যাসিসটেন্ট গভর্নর তাপস কুমার মজুমদার, গ্লোবাল গ্রান্ট চেয়ারম্যান ডাঃ প্যাট্রিক বিপুল বিশ্বাস, SCEP এর ট্রাষ্টি চেয়ারম্যান প্রফেসর ড. শুভ্রা রানী চন্দ, রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর আই পি পি সোহেল সারওয়ার জাহান, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ সাইফুল ইসলাম, ক্লাব ট্রেজারার ড. মোঃ আমিনুল ইসলাম সহ প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ

Update Time : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১

ইউসুফ আলী চৌধুরী,রাজশাহী প্র্রতিনিধিঃ

রাজশাহীর পবা উপজেলার আলাই বিদিরপুরে রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ  কর্মসূচীর উদ্বোধন করা হয়।

শুক্রবার(১৬ জুলাই)সকাল সাড়ে ৯টায় Rotary Year Launching 2021-2022 with Tree Plantation Program এর উদ্বোধন করেন রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর ২০২১-২২ রোটারী বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আরিফ হোসেন।

রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহী এর উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালনের আওতায় পবা উপজেলার আলাই বিদিরপুরে রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর স্থায়ী প্রজেক্ট SCEP (Service Center for Elderly People)এর সবুজ প্রাঙ্গণে বেশকিছু নারিকেল গাছরোপণ করা হয়।

বছরব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচী শেষে উপস্থিত রোটারিয়ানদের সাথে SCEP এ Palliative Care Unit স্থাপনের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮১ এর রাজশাহী জোনের লেঃ গভর্নর এম এ মান্নান, এ্যাসিসটেন্ট গভর্নর তাপস কুমার মজুমদার, গ্লোবাল গ্রান্ট চেয়ারম্যান ডাঃ প্যাট্রিক বিপুল বিশ্বাস, SCEP এর ট্রাষ্টি চেয়ারম্যান প্রফেসর ড. শুভ্রা রানী চন্দ, রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর আই পি পি সোহেল সারওয়ার জাহান, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ সাইফুল ইসলাম, ক্লাব ট্রেজারার ড. মোঃ আমিনুল ইসলাম সহ প্রমুখ।