নজরুল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু
- Update Time : ১০:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / 194
মো: শুভ ইসলাম:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিভিন্ন বিভাগের একাডেমিক পরীক্ষা নেয়া শুরু হয়েছে।
যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে রবিবার (১৩ জুন) সকাল ১০ টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের পরীক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা আয়োজন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আহমেদুল বারী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ সাহাবউদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান।
গত ২ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হল বন্ধ রেখেই রবিবার থেকে সশরীরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের স্থগিত পরীক্ষাসমূহ শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে পরিবহন ব্যবস্থা। এছাড়াও খুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ‘চক্রবাক’।