নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক উৎসব

  • Update Time : ১১:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / 289
নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (নোবিপ্রবিডিএস) আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবের গ্রান্ড ফাইনাল ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ‘রক্তাক্ত বিপ্লব’ শীর্ষক তিন দিনব্যাপী এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ মে) বিকেলে জুম অ্যাপসে আয়োজিত ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এ বিতর্ক উৎসবের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল এবং প্রথম রানার আপ হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল।

ফাইনাল পর্বের মোশন ছিল ‘এই সংসদ বিশ্বাস করে, বাংলা সাহিত্য তার আটপৌড়ে সংস্কৃতির নিগঢ় থেকে বের হতে না পারাটাই, তাকে বিশ্বসাহিত্যে মলিন করে রেখেছে’।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। তিনি বলেন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আজকের দুই বিতার্কিক দলের যুক্তি মুগ্ধ হয়ে শুনছিলাম। বিতর্কের মোশনটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যময় ছিলো। আমি আশা রাখি শিক্ষার্থীরা বিতর্কের জগতে আরো অনেক দূর এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে। আমি সবসময় শিক্ষার্থীদের কো-কারিকুলাম এক্টিভিটিসে তাদের পাশে আছি।

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় বিতর্ক উৎসব ২০২১ ‘রক্তাক্ত বিপ্লব’ এর মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় নিউজ।

উল্লেখ্য, ‘শিকল ভাঙ্গার কন্ঠস্বরের অনুনাদ’ এ স্লোগানকে সামনে রেখে এ বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। এতে সরকারি ও বেসরকারি ২৮টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২টি বিতর্ক দল অংশগ্রহণ করে যেখানে বিতার্কিকের সংখ্যা প্রায় ১০০। সম্পূর্ণ প্রতিযোগিতায় ২৪ জনের মূল বিচারক পর্ষদ এবং ৬০ জন বিচারক প্যানেলে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media


নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক উৎসব

Update Time : ১১:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (নোবিপ্রবিডিএস) আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবের গ্রান্ড ফাইনাল ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ‘রক্তাক্ত বিপ্লব’ শীর্ষক তিন দিনব্যাপী এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ মে) বিকেলে জুম অ্যাপসে আয়োজিত ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এ বিতর্ক উৎসবের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল এবং প্রথম রানার আপ হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতার্কিক দল।

ফাইনাল পর্বের মোশন ছিল ‘এই সংসদ বিশ্বাস করে, বাংলা সাহিত্য তার আটপৌড়ে সংস্কৃতির নিগঢ় থেকে বের হতে না পারাটাই, তাকে বিশ্বসাহিত্যে মলিন করে রেখেছে’।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। তিনি বলেন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আজকের দুই বিতার্কিক দলের যুক্তি মুগ্ধ হয়ে শুনছিলাম। বিতর্কের মোশনটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যময় ছিলো। আমি আশা রাখি শিক্ষার্থীরা বিতর্কের জগতে আরো অনেক দূর এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে। আমি সবসময় শিক্ষার্থীদের কো-কারিকুলাম এক্টিভিটিসে তাদের পাশে আছি।

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় বিতর্ক উৎসব ২০২১ ‘রক্তাক্ত বিপ্লব’ এর মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় নিউজ।

উল্লেখ্য, ‘শিকল ভাঙ্গার কন্ঠস্বরের অনুনাদ’ এ স্লোগানকে সামনে রেখে এ বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। এতে সরকারি ও বেসরকারি ২৮টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২টি বিতর্ক দল অংশগ্রহণ করে যেখানে বিতার্কিকের সংখ্যা প্রায় ১০০। সম্পূর্ণ প্রতিযোগিতায় ২৪ জনের মূল বিচারক পর্ষদ এবং ৬০ জন বিচারক প্যানেলে অংশগ্রহণ করেন।