নারায়ণগঞ্জে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবি

  • Update Time : ০৮:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • / 202
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে।

রবিবার (০৪ এপ্রিল) বিকেলে এ লঞ্চ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে নিখোঁজদের উদ্ধার কাজ শুরু হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জাহিদুল হক বিষটি নিশ্চিত করে বলেন, জেলার কয়লাঘাট এলাকায় লঞ্চটি ডুবে যায়। জানামতে, লঞ্চটিতে ৫০/৬০ জন যাত্রী ছিলো। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে।

জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রবিবার যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

লঞ্চ দুর্ঘটনার খবর পেয়ে ইতোমধ্যে উদ্ধারকারী জাহাজ ও উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

এ দিকে, বৈরি আবহাওয়ার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ।

Tag :

Please Share This Post in Your Social Media


নারায়ণগঞ্জে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবি

Update Time : ০৮:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে।

রবিবার (০৪ এপ্রিল) বিকেলে এ লঞ্চ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে নিখোঁজদের উদ্ধার কাজ শুরু হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জাহিদুল হক বিষটি নিশ্চিত করে বলেন, জেলার কয়লাঘাট এলাকায় লঞ্চটি ডুবে যায়। জানামতে, লঞ্চটিতে ৫০/৬০ জন যাত্রী ছিলো। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে।

জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রবিবার যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

লঞ্চ দুর্ঘটনার খবর পেয়ে ইতোমধ্যে উদ্ধারকারী জাহাজ ও উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

এ দিকে, বৈরি আবহাওয়ার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ।