আবারও ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী জয়া, অভিনেতা প্রসেনজিৎ
- Update Time : ০৩:৩১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / 199
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশে একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কলকাতার সিনেমায় অভিনয় করেও অনেক প্রশংসা ও স্বীকৃতি ঘরে তুলেছেন।
২০১৮ সালে কলকাতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান জয়া। ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন তিনি।
সেই ধারাবাহিকতায় আবারও কলকাতার ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’- এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন জয়া।
ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ার নিশ্চিত করেছে, জয়া ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমা দুটির জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন।
আর ‘গুমনামি’ সিনেমা দিয়ে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি।
এদিকে প্রিয় অভিনেত্রীর পুরস্কার পাওয়ার খবরে আনন্দে ভাসছেন জয়ার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বাংলা থেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন তারা।
এবার সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘ভিঞ্চি দা’। ‘জৈষ্ঠপুত্র’ সিনেমার জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেলেন কৌশিক গাঙ্গুলী।
প্রসঙ্গত, ‘রবিবার’ সিনেমাটিতে জয়া অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে। এই সিনেমার পরিচালক অতনু ঘোষ।
‘বিজয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন কৌশিক গাঙ্গুলী। এতে জয়ার বিপরীতে আছেন আবীর চ্যাটার্জি। এটি ‘বিসর্জন’ সিনেমার সিক্যুয়েল।