রাত পোহালেই মতলব পৌরসভা নির্বাচন

  • Update Time : ০২:২৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 342

 

আল-আমিন ভূঁইয়া, মতলব:

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ২৮ ফেব্রুয়ারি রবিবার মতলব পৌরসভার নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে মেয়র পদে ৪জন ও কাউন্সিলর পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করছেন ৩জন। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক বাদল নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।

মেয়র প্রার্থীরা হচ্ছেন-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে মো: সফিকুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে ডিএম আলাউদ্দিন।

মতলব পৌরসভা নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশ, আনসার, বিজিপি, র‌্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাটের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। এদিকে ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকেই মতলব পৌর এলাকায় চলছে র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল। এছাড়াও ডিবি পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক নজরদারী রাখছে নির্বাচনী এলাকা। মতলব পৌরসভায় এই প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল হোসেন এবং মতলব উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহের ভূইয়া জানান, নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৪ জন প্রার্থী। সংরক্ষিত ৩টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। মতলব পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ৩শত ৩৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ১শত ২ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ২ শত ৩৭ জন, কেন্দ্র সংখ্যা ২২।

মতলব পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে আরো জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি রোববার মতলব পৌরসভা নির্বাচনের জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। র‌্যাবের টিম ছাড়াও বিজিবির তিন ব্যাটেলিয়ান, আনসার এবং পুলিশ সদস্য আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকবেন। মতলব পৌর নির্বাচনে মোট ৯টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রে ৪৮ হাজার ৩শত ৩৯ জন ভোটার আজ তাদের ভোট প্রদান করবেন। ২২ কেন্দ্রের জন্যে ২২ জন প্রিজাইডিং অফিসার, ১শত ৩২টি বুথের জন্যে ১শত ৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২শত ৬৪ জন পোলিং অফিসার ভোট গ্রহণ কাজে নিয়োজিত থাকবেন।

Tag :

Please Share This Post in Your Social Media


রাত পোহালেই মতলব পৌরসভা নির্বাচন

Update Time : ০২:২৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

 

আল-আমিন ভূঁইয়া, মতলব:

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ২৮ ফেব্রুয়ারি রবিবার মতলব পৌরসভার নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে মেয়র পদে ৪জন ও কাউন্সিলর পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করছেন ৩জন। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক বাদল নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।

মেয়র প্রার্থীরা হচ্ছেন-বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে মো: সফিকুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে ডিএম আলাউদ্দিন।

মতলব পৌরসভা নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশ, আনসার, বিজিপি, র‌্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাটের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। এদিকে ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকেই মতলব পৌর এলাকায় চলছে র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল। এছাড়াও ডিবি পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক নজরদারী রাখছে নির্বাচনী এলাকা। মতলব পৌরসভায় এই প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল হোসেন এবং মতলব উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহের ভূইয়া জানান, নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৪ জন প্রার্থী। সংরক্ষিত ৩টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। মতলব পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ৩শত ৩৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ১শত ২ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ২ শত ৩৭ জন, কেন্দ্র সংখ্যা ২২।

মতলব পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে আরো জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি রোববার মতলব পৌরসভা নির্বাচনের জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। র‌্যাবের টিম ছাড়াও বিজিবির তিন ব্যাটেলিয়ান, আনসার এবং পুলিশ সদস্য আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকবেন। মতলব পৌর নির্বাচনে মোট ৯টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রে ৪৮ হাজার ৩শত ৩৯ জন ভোটার আজ তাদের ভোট প্রদান করবেন। ২২ কেন্দ্রের জন্যে ২২ জন প্রিজাইডিং অফিসার, ১শত ৩২টি বুথের জন্যে ১শত ৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২শত ৬৪ জন পোলিং অফিসার ভোট গ্রহণ কাজে নিয়োজিত থাকবেন।