মিরসরাইয়ে শেষ বিদায়ের বন্ধু’র স্বাস্থ্য সেবায় চিকিৎসা সামগ্রী প্রদান
- Update Time : ১১:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / 187
মিরসরাই (চট্রগ্রাম) সংবাদদাতা:
প্রাণঘাতী করোনা মহামারিতে মৃতদের দাফনে এভাবেই কেউ এগিয়ে আসছে না দেখে মানবিক দায়বদ্ধতা থেকে যাত্রা শুরু করে ‘শেষ বিদায়ের বন্ধু’। চট্টগ্রামের মিরসরাই থেকে সংগঠনটির পথচলা শুরু।
.
সংগঠনটির কার্যক্রমের মূলে রয়েছে কোনো লোক মারা গেলে তাদের দাফন কাফনের ব্যবস্থা করা। এক্ষেত্রে পরিবার থেকে কোনো অর্থ বা পারিশ্রমিক তো নেনই না বরং দাফনের যাবতীয় খরচ সংগঠন বহন করে। করোনায় মৃত ব্যক্তির দাফন কাফন ছাড়াও বিভিন্ন রোগীকে নিয়মিত অক্সিজেন সেবা ও জরুরি স্বাস্থ্য সহায়তা দিচ্ছে মানবিক সংগঠন শেষ বিদায়ের বন্ধু।
.
সংগঠনের স্বাস্থ্য সেবা খাতে ব্যবহারের জন্য আজ বুধবার ( ২৪ ফেব্রুয়ারি )দুপুরে সংগঠনের প্রধান কার্যালয়ে নাম ওমর শরীফ,পিতা মরহুম হাজ্বী নুরুল মোস্তফা, গ্রাম উত্তর কাটাছড়া, স্বত্বাধিকারী জোহরা এগ্রো, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের জন্য ১টি আইসিইউ বেড, ১টি কমপ্লীড অক্সিজেন সিলিন্ডার, ১টি সাকসান মেশিন, ১টি এয়ার বেগ অনুদান হিসাবে প্রদান করেন।
.
এ সময় অনুদানের চিকিৎসা সামগ্রী গ্রহন করে ধন্যবাদ জানান সংগঠনের প্রধান উদ্যোক্তা মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম ও নির্বাহী সদস্য মোঃ ছলিম উল্লাহ।
Tag :