ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

  • Update Time : ১১:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • / 132
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
ঘন কুয়াশার কারণে শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট বড় ছয়টি ফেরি।
.

ঘাটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন। আটকা পড়া যানবাহনের যাত্রীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে আসলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে জানান তিনি। একই সময়ে বন্ধ হয়ে গেছে লঞ্চ চলাচলও।

এদিকে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত দুইটা থেকে শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত টানা সাড়ে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় আটকা পড়া যাত্রীবাহী যানবাহনগুলো নদী পার হতে পারলেও প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

Update Time : ১১:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
ঘন কুয়াশার কারণে শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ছোট বড় ছয়টি ফেরি।
.

ঘাটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন। আটকা পড়া যানবাহনের যাত্রীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে আসলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে জানান তিনি। একই সময়ে বন্ধ হয়ে গেছে লঞ্চ চলাচলও।

এদিকে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত দুইটা থেকে শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত টানা সাড়ে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় আটকা পড়া যাত্রীবাহী যানবাহনগুলো নদী পার হতে পারলেও প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।