একসঙ্গে তিন সিনেমার মহরত, সবগুলোর নায়ক রোশান

  • Update Time : ০৬:৪২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • / 166
বিনোদন ডেস্ক:

এফডিসিতে অনুষ্ঠিত হলো একসঙ্গে তিন সিনেমার মহরত। বুধবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ফাইটার, রিভেঞ্জ এবং গুলশানের চামেলি এ সিনেমার মহরত করেন প্রযোজক এম ডি ইকবাল।

তবে সিনেমা তিনটি প্রযোজনা নয়, পরিচালনা করবেন বলে মহরতে জানিয়েছেন তিনি। সেখানে ঘোষণা দেয়া হয়, তিনটি সিনেমার নায়ক থাকবেন রোশান। একটিতে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকবেন শিরিন শিলা। বাকিগুলোর নাম এখনও জানা যায়নি।

মহরতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, সামসুল আলম, সাংবাদিক শাবান মাহমুদ, পরিচালক জাকির হোসেন রাজু, সোহানুর রহমান সোহান, নায়ক ওমর সানী, অমিত হাসান, আলিমুল্লাহ খোকন, নায়িকা শিরিন শিলা প্রমুখ।

মহরতে এমডি ইকবাল জানান, যখন প্রযোজনা শুরু করেন তখন থেকে তার ইচ্ছে ছিল পরিচালনায় আসার। দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করেছেন। এবার একে একে তিনটি সিনেমা পরিচালনা করবেন।

May be an image of 1 person, standing and outerwear

তিনি বলেন, কাজী হায়াৎ, শাহীন সুমন, মালেক আফসারীর মত পরিচালকদের দিয়ে সিনেমা বানিয়েছি। তাদেরকে প্রযোজনা করার সময় একটা শর্ত দিয়েছিলাম আমাকে তাদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে রাখতে হবে। আমি এত বছর ধরে তাদের থেকে দেখে শিখেছি।

এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান প্রযোজক এমডি ইকবাল। তিন সিনেমায় রোশানকে নেয়া প্রসঙ্গে ইকবাল বলেন, শাকিব খান পরবর্তী জেনারেশনে রোশানকে সবচেয়ে বেশি যোগ্য ও সম্ভাবনাময় মনে হয়। এজন্য তিন সিনেমাতেই তাকে নিয়েছি।

রোশান নিজেও নতুন তিনটি সিনেমা পেয়ে ব্যাপকভাবে উচ্ছ্বসিত। বলেন, ইকবাল ভাই আমাকে যে প্রত্যাশা নিয়ে ডেকেছেন, আশা করি যথাযথ মূল্য দিতে পারবো। তিনি একজন ভালো প্রযোজক। সবকিছু মিলিয়ে তিনটি সিনেমাতে আমি নতুন কিছু করতে দেখাতে পারব বলে আত্মবিশ্বাসী।

এমডি ইকবাল জানান, ফেব্রুয়ারি থেকে ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু হবে। এরপর ‘রিভেঞ্জ’ ও পরবর্তী সময়ে ‘গুলশানের চামেলী’র শুটিং হবে। ‘ফাইটার’ প্রযোজনা করছে মের্সাস জে প্রোডাকশন, ‘রিভেঞ্জ’ অনুরাগ ট্রেডার্স এবং ‘গুলশানের চামেলী’ সুনান মুভিজ।

Tag :

Please Share This Post in Your Social Media


একসঙ্গে তিন সিনেমার মহরত, সবগুলোর নায়ক রোশান

Update Time : ০৬:৪২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
বিনোদন ডেস্ক:

এফডিসিতে অনুষ্ঠিত হলো একসঙ্গে তিন সিনেমার মহরত। বুধবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ফাইটার, রিভেঞ্জ এবং গুলশানের চামেলি এ সিনেমার মহরত করেন প্রযোজক এম ডি ইকবাল।

তবে সিনেমা তিনটি প্রযোজনা নয়, পরিচালনা করবেন বলে মহরতে জানিয়েছেন তিনি। সেখানে ঘোষণা দেয়া হয়, তিনটি সিনেমার নায়ক থাকবেন রোশান। একটিতে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকবেন শিরিন শিলা। বাকিগুলোর নাম এখনও জানা যায়নি।

মহরতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, সামসুল আলম, সাংবাদিক শাবান মাহমুদ, পরিচালক জাকির হোসেন রাজু, সোহানুর রহমান সোহান, নায়ক ওমর সানী, অমিত হাসান, আলিমুল্লাহ খোকন, নায়িকা শিরিন শিলা প্রমুখ।

মহরতে এমডি ইকবাল জানান, যখন প্রযোজনা শুরু করেন তখন থেকে তার ইচ্ছে ছিল পরিচালনায় আসার। দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করেছেন। এবার একে একে তিনটি সিনেমা পরিচালনা করবেন।

May be an image of 1 person, standing and outerwear

তিনি বলেন, কাজী হায়াৎ, শাহীন সুমন, মালেক আফসারীর মত পরিচালকদের দিয়ে সিনেমা বানিয়েছি। তাদেরকে প্রযোজনা করার সময় একটা শর্ত দিয়েছিলাম আমাকে তাদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে রাখতে হবে। আমি এত বছর ধরে তাদের থেকে দেখে শিখেছি।

এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান প্রযোজক এমডি ইকবাল। তিন সিনেমায় রোশানকে নেয়া প্রসঙ্গে ইকবাল বলেন, শাকিব খান পরবর্তী জেনারেশনে রোশানকে সবচেয়ে বেশি যোগ্য ও সম্ভাবনাময় মনে হয়। এজন্য তিন সিনেমাতেই তাকে নিয়েছি।

রোশান নিজেও নতুন তিনটি সিনেমা পেয়ে ব্যাপকভাবে উচ্ছ্বসিত। বলেন, ইকবাল ভাই আমাকে যে প্রত্যাশা নিয়ে ডেকেছেন, আশা করি যথাযথ মূল্য দিতে পারবো। তিনি একজন ভালো প্রযোজক। সবকিছু মিলিয়ে তিনটি সিনেমাতে আমি নতুন কিছু করতে দেখাতে পারব বলে আত্মবিশ্বাসী।

এমডি ইকবাল জানান, ফেব্রুয়ারি থেকে ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু হবে। এরপর ‘রিভেঞ্জ’ ও পরবর্তী সময়ে ‘গুলশানের চামেলী’র শুটিং হবে। ‘ফাইটার’ প্রযোজনা করছে মের্সাস জে প্রোডাকশন, ‘রিভেঞ্জ’ অনুরাগ ট্রেডার্স এবং ‘গুলশানের চামেলী’ সুনান মুভিজ।