মার্কিন সুপ্রিম কোর্টে বোমা হামলার হুমকি

  • Update Time : ১০:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • / 133

আন্তর্জাতিক ডেস্ক:

রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের আর মাত্র ঘণ্টা খানেক বাকি। এরই সময়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। বাইডেনের শপথ গ্রহণের প্রস্তুতির মধ্যেই দেশটির সুপ্রিম কোর্টে বোমা হামলার হুমকিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বোমা হামলার হুমকির পর লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা বলা হলেও পরে জানা গেল হুমকি থাকলেও লোকজন সরানোর বিষয়টি ঠিক নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বাড়তি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ভবনের উল্টো দিকেই রয়েছে ইউএস ক্যাপিটল, যেখানে বাইডেনের শপথ অনুষ্ঠিত হবে।

এদিকে, শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ক্যাপিটলে পৌঁছেছেন জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন, নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফ।

পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স, সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলও। আর কিছুক্ষণের মধ্যেই নতুন প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র: সিএনএন, এবিসি২৭।

Tag :

Please Share This Post in Your Social Media


মার্কিন সুপ্রিম কোর্টে বোমা হামলার হুমকি

Update Time : ১০:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের আর মাত্র ঘণ্টা খানেক বাকি। এরই সময়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। বাইডেনের শপথ গ্রহণের প্রস্তুতির মধ্যেই দেশটির সুপ্রিম কোর্টে বোমা হামলার হুমকিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বোমা হামলার হুমকির পর লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা বলা হলেও পরে জানা গেল হুমকি থাকলেও লোকজন সরানোর বিষয়টি ঠিক নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বাড়তি ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ভবনের উল্টো দিকেই রয়েছে ইউএস ক্যাপিটল, যেখানে বাইডেনের শপথ অনুষ্ঠিত হবে।

এদিকে, শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ক্যাপিটলে পৌঁছেছেন জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন, নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফ।

পৌঁছেছেন ট্রাম্প প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স, সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলও। আর কিছুক্ষণের মধ্যেই নতুন প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র: সিএনএন, এবিসি২৭।