বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ : পরিসংখ্যানে কে এগিয়ে ?

  • Update Time : ১১:৪৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • / 117

স্পোর্টস ডেস্ক:

নিয়মিত দলের প্রায় একডজন ক্রিকেটার আসেনি বাংলাদেশে। করোনাভাইরাসের অজুহাতে। নিয়মিত একাদশ সফরে আসলেও যেখানে বাংলাদেশের মাটিতে টাইগারদের কাছে ওয়ানডে হারে ওয়েস্ট ইন্ডিজ, সেখানে অনিয়মিত একাদশ নিয়ে তাই আশাবাদী হতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সও।

অর্থ্যাৎ, এবার ঘরের মাঠে পরিস্কার ফেবারিট বাংলাদেশ। কিন্তু ৩১৩ দিন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর দীর্ঘদিন না খেলার জড়তা কাটাতে গিয়ে কোনো অঘটন ঘটিয়ে বসে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজও করোনা পরবর্তী সময়ে সবার আগে ক্রিকেটে ফিরলেও ওয়ানডে খেলেনি তারা। এবারই প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশের বিপক্ষে।

সুতরাং, এই হিসেবে কিন্তু বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজ- কেউ কারো চেয়ে এগিয়ে নয় কিংবা পিছিয়েও নয়। কিন্তু পরিসংখ্যানের বিচার করলে কে এগিয়ে, কে পিছিয়ে- সেটা একটু দেখে নেয়া যাক…

মোট ওয়ানডে ম্যাচ
মোট ম্যাচ খেলা হয়েছে : ৩৮ টি
বাংলাদেশ জিতেছে : ১৫টি,
ওয়েস্ট ইন্ডিজ জিতেছে : ২১টিতে
পরিত্যক্ত হয়েছে : ২টি ম্যাচ

দলীয় সর্বোচ্চ রান
বাংলাদেশ : ৩২২/৩, টনটন ২০১৯
ওয়েস্ট ইন্ডিজ : ৩৩৮/৭, বেজটার, ২০১৪

দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ : ৫৮/১০, মিরপুর, ২০১১
ওয়েস্ট ইন্ডিজ : ৬১/১০, চট্টগ্রাম, ২০১১

সবচেয়ে বড় জয়
বাংলাদেশ : ১৬০ রান ও ৮ উইকেট
ওয়েস্ট ইন্ডিজ : ১৭৭ রান ও ১০ উইকেট

সর্বোচ্চ ব্যক্তিগত রান
বাংলাদেশ : তামিম ইকবাল, ৯৩৩ রান
ওয়েস্ট ইন্ডিজ: সাই হোপ, ৭৫৮ রান

এক ইনিংস সর্বোচ্চ রান
বাংলাদেশ : ১৩০*, তামিম ইকবাল
ওয়েস্ট ইন্ডিজ : ১৬৯, দিনেশ রামদিন

সর্বাধিক উইকেট
বাংলাদেশ : ৩০টি, মাশরাফি বিন মর্তুজা
ওয়েস্ট ইন্ডিজ : ৩০টি, কেমার রোচ

এক ইনিংসে সেরা বোলিং
বাংলাদেশ : ৬/১৬, তাপস বৈশ্য
ওয়েস্ট ইন্ডিজ : ৫/২৯, মারভিন ডিলন

Tag :

Please Share This Post in Your Social Media


বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ : পরিসংখ্যানে কে এগিয়ে ?

Update Time : ১১:৪৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক:

নিয়মিত দলের প্রায় একডজন ক্রিকেটার আসেনি বাংলাদেশে। করোনাভাইরাসের অজুহাতে। নিয়মিত একাদশ সফরে আসলেও যেখানে বাংলাদেশের মাটিতে টাইগারদের কাছে ওয়ানডে হারে ওয়েস্ট ইন্ডিজ, সেখানে অনিয়মিত একাদশ নিয়ে তাই আশাবাদী হতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সও।

অর্থ্যাৎ, এবার ঘরের মাঠে পরিস্কার ফেবারিট বাংলাদেশ। কিন্তু ৩১৩ দিন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর দীর্ঘদিন না খেলার জড়তা কাটাতে গিয়ে কোনো অঘটন ঘটিয়ে বসে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজও করোনা পরবর্তী সময়ে সবার আগে ক্রিকেটে ফিরলেও ওয়ানডে খেলেনি তারা। এবারই প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশের বিপক্ষে।

সুতরাং, এই হিসেবে কিন্তু বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজ- কেউ কারো চেয়ে এগিয়ে নয় কিংবা পিছিয়েও নয়। কিন্তু পরিসংখ্যানের বিচার করলে কে এগিয়ে, কে পিছিয়ে- সেটা একটু দেখে নেয়া যাক…

মোট ওয়ানডে ম্যাচ
মোট ম্যাচ খেলা হয়েছে : ৩৮ টি
বাংলাদেশ জিতেছে : ১৫টি,
ওয়েস্ট ইন্ডিজ জিতেছে : ২১টিতে
পরিত্যক্ত হয়েছে : ২টি ম্যাচ

দলীয় সর্বোচ্চ রান
বাংলাদেশ : ৩২২/৩, টনটন ২০১৯
ওয়েস্ট ইন্ডিজ : ৩৩৮/৭, বেজটার, ২০১৪

দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ : ৫৮/১০, মিরপুর, ২০১১
ওয়েস্ট ইন্ডিজ : ৬১/১০, চট্টগ্রাম, ২০১১

সবচেয়ে বড় জয়
বাংলাদেশ : ১৬০ রান ও ৮ উইকেট
ওয়েস্ট ইন্ডিজ : ১৭৭ রান ও ১০ উইকেট

সর্বোচ্চ ব্যক্তিগত রান
বাংলাদেশ : তামিম ইকবাল, ৯৩৩ রান
ওয়েস্ট ইন্ডিজ: সাই হোপ, ৭৫৮ রান

এক ইনিংস সর্বোচ্চ রান
বাংলাদেশ : ১৩০*, তামিম ইকবাল
ওয়েস্ট ইন্ডিজ : ১৬৯, দিনেশ রামদিন

সর্বাধিক উইকেট
বাংলাদেশ : ৩০টি, মাশরাফি বিন মর্তুজা
ওয়েস্ট ইন্ডিজ : ৩০টি, কেমার রোচ

এক ইনিংসে সেরা বোলিং
বাংলাদেশ : ৬/১৬, তাপস বৈশ্য
ওয়েস্ট ইন্ডিজ : ৫/২৯, মারভিন ডিলন