টাইগারদের জার্সিতে দেশের নাম বাদ পড়ায় ভুল স্বীকার

  • Update Time : ০২:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / 149

বিশেষ জার্সিতে বাংলাদেশের নাম বাদ পড়ায় বোর্ড কর্তার ভুল স্বীকার। জানিয়েছেন জার্সিতে বাংলাদেশ নাম অবশ্যই রাখতে হবে। সুযোগ থাকলে বাংলাদেশ নামটি স্পন্সরের নামের চাইতে বড় করার কথাও জানিয়েছেন তিনি।

মনে আছে গেল বিশ্বকাপে টাইগারদের জার্সি নিয়ে কি তুলকালাম কান্ডই না হয়েছিলো। ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে সেবার জার্সির ডিজাইনই বদলে ফেলেছিল বিসিবি।

বলা হচ্ছিলো, স্বাধীনতার ৫০ বছর পূতি উপলক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের জার্সিতে থাকবে জাতীয়তার ধারক-বাহক নানান চিহ্ন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশ না থাকা নিয়ে শুরু হয় নানা আলোচনা। ফলে ঘণ্টা দুয়েকের মধ্যেই জার্সিতে আনা হলো বদল।

ভুলবশতই বিশেষ জার্সি থেকে দেশের নাম বাদ পড়েছে বলছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, আমি বলতে পারবো না এটা ঠিক, কিন্তু ওইটা দেওয়া হয়েছিলো। হয়তো ভুলবশত হয়ে গেছে বাংলাদেশের নামবিহীন জার্সি। দুইটা জার্সি, যে জার্সিটা দেওয়া হয়েছে সেটাই দেখানো হয়েছে। ডিজাইনের জন্য একটা রাখা ছিলো। বাংলাদেশ তো অবশ্যই থাকতেই হবে।

টাইগারদের নতুন জার্সি নিয়ে সমালোচনা কেন দেশের নামের চাইতে বড় স্পন্সরের নাম? সাধারণত আইসিসি টুর্নামেন্টে বুকের কাছে দেশের নাম ছাড়া স্পন্সরের নামের অনুমতি দেয় না আইসিসি। তবে দ্বিপক্ষীয় সিরিজে জার্সিতে বুকের দিকটায় স্পন্সরের নামে বাধা নেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে। সাম্প্রতিক সময়ে বিসিবি অবশ্য স্পন্সরের সঙ্গে বাংলাদেশ’ লেখাও রেখেছিলো জার্সিগুলিতে।

Tag :

Please Share This Post in Your Social Media


টাইগারদের জার্সিতে দেশের নাম বাদ পড়ায় ভুল স্বীকার

Update Time : ০২:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

বিশেষ জার্সিতে বাংলাদেশের নাম বাদ পড়ায় বোর্ড কর্তার ভুল স্বীকার। জানিয়েছেন জার্সিতে বাংলাদেশ নাম অবশ্যই রাখতে হবে। সুযোগ থাকলে বাংলাদেশ নামটি স্পন্সরের নামের চাইতে বড় করার কথাও জানিয়েছেন তিনি।

মনে আছে গেল বিশ্বকাপে টাইগারদের জার্সি নিয়ে কি তুলকালাম কান্ডই না হয়েছিলো। ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে সেবার জার্সির ডিজাইনই বদলে ফেলেছিল বিসিবি।

বলা হচ্ছিলো, স্বাধীনতার ৫০ বছর পূতি উপলক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের জার্সিতে থাকবে জাতীয়তার ধারক-বাহক নানান চিহ্ন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশ না থাকা নিয়ে শুরু হয় নানা আলোচনা। ফলে ঘণ্টা দুয়েকের মধ্যেই জার্সিতে আনা হলো বদল।

ভুলবশতই বিশেষ জার্সি থেকে দেশের নাম বাদ পড়েছে বলছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, আমি বলতে পারবো না এটা ঠিক, কিন্তু ওইটা দেওয়া হয়েছিলো। হয়তো ভুলবশত হয়ে গেছে বাংলাদেশের নামবিহীন জার্সি। দুইটা জার্সি, যে জার্সিটা দেওয়া হয়েছে সেটাই দেখানো হয়েছে। ডিজাইনের জন্য একটা রাখা ছিলো। বাংলাদেশ তো অবশ্যই থাকতেই হবে।

টাইগারদের নতুন জার্সি নিয়ে সমালোচনা কেন দেশের নামের চাইতে বড় স্পন্সরের নাম? সাধারণত আইসিসি টুর্নামেন্টে বুকের কাছে দেশের নাম ছাড়া স্পন্সরের নামের অনুমতি দেয় না আইসিসি। তবে দ্বিপক্ষীয় সিরিজে জার্সিতে বুকের দিকটায় স্পন্সরের নামে বাধা নেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে। সাম্প্রতিক সময়ে বিসিবি অবশ্য স্পন্সরের সঙ্গে বাংলাদেশ’ লেখাও রেখেছিলো জার্সিগুলিতে।