পাবনার চার পৌরসভায় আ.লীগ প্রার্থী বিজয়ী

  • Update Time : ০৯:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / 161

পাবনা প্রতিনিধি:

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে পাবনার চারটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের চার মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে একজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

বেসরকারি ফলাফলে পাবনার ঈশ্বরদী পৌরসভায় আওয়ামী লীগের ইসহাক আলী মালিথা পেয়েছেন ২৮ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন পেয়েছেন দুই হাজার ১৮৫ ভোট। উপজেলা রিটার্নিং অফিসার, ইউএনও পিএম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ পেয়েছেন চার হাজার ৯৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এনামুল হক পেয়েছেন তিন হাজার ৫৭৯ ভোট।

সাঁথিয়া পৌরসভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু পেয়েছেন ১৬ হাজার ৩৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন পাঁচ হাজার ৭০ ভোট।

ফরিদপুর ও সাঁথিয়ার এসব তথ্য নিশ্চিত করেন রিটার্নিং অফিসার, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান।

এদিকে ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমান মেয়র আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম হাসনায়েন রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

Tag :

Please Share This Post in Your Social Media


পাবনার চার পৌরসভায় আ.লীগ প্রার্থী বিজয়ী

Update Time : ০৯:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১

পাবনা প্রতিনিধি:

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে পাবনার চারটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের চার মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে একজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

বেসরকারি ফলাফলে পাবনার ঈশ্বরদী পৌরসভায় আওয়ামী লীগের ইসহাক আলী মালিথা পেয়েছেন ২৮ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন পেয়েছেন দুই হাজার ১৮৫ ভোট। উপজেলা রিটার্নিং অফিসার, ইউএনও পিএম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ পেয়েছেন চার হাজার ৯৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এনামুল হক পেয়েছেন তিন হাজার ৫৭৯ ভোট।

সাঁথিয়া পৌরসভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু পেয়েছেন ১৬ হাজার ৩৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন পাঁচ হাজার ৭০ ভোট।

ফরিদপুর ও সাঁথিয়ার এসব তথ্য নিশ্চিত করেন রিটার্নিং অফিসার, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান।

এদিকে ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমান মেয়র আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম হাসনায়েন রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।