কক্সবাজারে এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

  • Update Time : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • / 184

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু ও টেকনাফে পৃথক অভিযানে এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৯ জানুয়ারি) ভোর ও সকালে পৃথক সময় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বান্দরবানের রুমা উপজেলার আবদুল হাফেজের ছেলে হাফেজ আহমদ (৩৫), টেকনাফের হোয়াইক্যং কাঞ্চন পাড়া এলাকার মো. জাকারিয়ার ছেলে নুরুল ইসলাম (৩০), টেকনাফ পৌরসভার খাংকার ডেইল এলাকার মৃত মো. সাব্বির আহমেদের ছেলে জামাল হোসেন (৩৫)।

কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর শেখ মুহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৯টার দিকে রামুর ঈদগড়ের রেনুর ছড়া নামক এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানে এক লাখ ইয়াবাসহ হাফেজ আহমেদকে গ্রেফতার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। ইয়াবার চালানটির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হাফেজের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা রুজু হয়েছে।

অপরদিকে, ভোরে টেকনাফের সাবরাং ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ নুরুল ইসলাম ও জামাল হোসেনকে দুই জেলেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


কক্সবাজারে এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

Update Time : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু ও টেকনাফে পৃথক অভিযানে এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৯ জানুয়ারি) ভোর ও সকালে পৃথক সময় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বান্দরবানের রুমা উপজেলার আবদুল হাফেজের ছেলে হাফেজ আহমদ (৩৫), টেকনাফের হোয়াইক্যং কাঞ্চন পাড়া এলাকার মো. জাকারিয়ার ছেলে নুরুল ইসলাম (৩০), টেকনাফ পৌরসভার খাংকার ডেইল এলাকার মৃত মো. সাব্বির আহমেদের ছেলে জামাল হোসেন (৩৫)।

কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর শেখ মুহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৯টার দিকে রামুর ঈদগড়ের রেনুর ছড়া নামক এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানে এক লাখ ইয়াবাসহ হাফেজ আহমেদকে গ্রেফতার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। ইয়াবার চালানটির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হাফেজের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা রুজু হয়েছে।

অপরদিকে, ভোরে টেকনাফের সাবরাং ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ নুরুল ইসলাম ও জামাল হোসেনকে দুই জেলেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।