পার্লামেন্ট ভবনে হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

  • Update Time : ০৪:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • / 137

বুধবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের সহিংস হামলার ঘটনায় ক্যাপিটল পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। ক্যাপিটল পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।

নিহত কর্মকর্তা ব্রায়ান ডি সিকনিক বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯:৩০টার দিকে মারা যান। দায়িত্ব পালনকালে তিনি জখম হন আর এতেই তার মৃত্যু হয় বলে জানায় ক্যাপিটল পুলিশ।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের হত্যাকাণ্ড বিষয়ক শাখা, ক্যাপিটল পুলিশ ও তাদের ফেডারেল অংশীদাররা ব্রায়ানের মৃত্যু তদন্ত করে দেখছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘সিকনিক বুধবার ক্যাপিটলে দায়িত্বে পালন করছিলেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে সঙ্ঘর্ষে আহত হন। এরপর তিনি ডিভিশন পুলিশে ফিরে যান এবং অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই জখমজনিত কারণে তিনি মারা যান।’

সিকনিক ২০০৮ সালে ক্যাপিটল পুলিশে যোগদান করেছিলেন। অতি সম্প্রতি তিনি এই বিভাগের ফার্স্ট রেসপন্ডার ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পুলিশ জানায়, পুরো ইউএসসিপি (ইউএস ক্যাপিটল পুলিশ) বিভাগ সিকনিকের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং একজন বন্ধু ও সহকর্মী হারানোয় শোক প্রকাশ করেছে।

সিকনিক মারা যাওয়ায় বুধবারের সহিংসতায় মোট মৃতের সংখ্যা এখন পাঁচে দাঁড়াল। অন্য চারজনের মধ্যে একজন নারী পুলিশের গুলিতে নিহত হন। বাকি তিনজন গুরুতর আহত হয়ে মারা যান।

এই ঘটনার জেরে ক্যাপিটল পুলিশের প্রধান স্টিভেন সান্ড পদত্যাগ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ক্যাপিটল পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ধাতব পাইপ ও অস্ত্র দ্বারা ‘সক্রিয়ভাবে হামলা’ চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘ওয়াশিংটনে আইনশৃঙ্খলা বাহিনীতে আমার ৩০ বছরের অভিজ্ঞতায় ইউএস ক্যাপিটলের সহিংস হামলার মতো কোনো ঘটনা ঘটেনি।’

Tag :

Please Share This Post in Your Social Media


পার্লামেন্ট ভবনে হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

Update Time : ০৪:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১

বুধবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের সহিংস হামলার ঘটনায় ক্যাপিটল পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। ক্যাপিটল পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।

নিহত কর্মকর্তা ব্রায়ান ডি সিকনিক বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯:৩০টার দিকে মারা যান। দায়িত্ব পালনকালে তিনি জখম হন আর এতেই তার মৃত্যু হয় বলে জানায় ক্যাপিটল পুলিশ।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের হত্যাকাণ্ড বিষয়ক শাখা, ক্যাপিটল পুলিশ ও তাদের ফেডারেল অংশীদাররা ব্রায়ানের মৃত্যু তদন্ত করে দেখছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘সিকনিক বুধবার ক্যাপিটলে দায়িত্বে পালন করছিলেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে সঙ্ঘর্ষে আহত হন। এরপর তিনি ডিভিশন পুলিশে ফিরে যান এবং অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই জখমজনিত কারণে তিনি মারা যান।’

সিকনিক ২০০৮ সালে ক্যাপিটল পুলিশে যোগদান করেছিলেন। অতি সম্প্রতি তিনি এই বিভাগের ফার্স্ট রেসপন্ডার ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পুলিশ জানায়, পুরো ইউএসসিপি (ইউএস ক্যাপিটল পুলিশ) বিভাগ সিকনিকের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং একজন বন্ধু ও সহকর্মী হারানোয় শোক প্রকাশ করেছে।

সিকনিক মারা যাওয়ায় বুধবারের সহিংসতায় মোট মৃতের সংখ্যা এখন পাঁচে দাঁড়াল। অন্য চারজনের মধ্যে একজন নারী পুলিশের গুলিতে নিহত হন। বাকি তিনজন গুরুতর আহত হয়ে মারা যান।

এই ঘটনার জেরে ক্যাপিটল পুলিশের প্রধান স্টিভেন সান্ড পদত্যাগ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ক্যাপিটল পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ধাতব পাইপ ও অস্ত্র দ্বারা ‘সক্রিয়ভাবে হামলা’ চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘ওয়াশিংটনে আইনশৃঙ্খলা বাহিনীতে আমার ৩০ বছরের অভিজ্ঞতায় ইউএস ক্যাপিটলের সহিংস হামলার মতো কোনো ঘটনা ঘটেনি।’