টোকিওতে জরুরি অবস্থা জারি

  • Update Time : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • / 144

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা করোনা সংক্রমণ রোধে জাপানের রাজধানী টোকিও ও এর আশাপাশের তিনটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আজ শুক্রবার থেকে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত টোকিও, চিবা, সাইতামা ও কানাগাওয়া অঞ্চলে এ জরুরি অবস্থা জারি থাকবে। দেশটিতে করোনার নতুন ধরন শনাক্ত ও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী সুগা জরুরি অবস্থা চলাকালিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ৭০ শতাংশ উপস্থিতি কমিয়ে কর্মীদের বাড়ি থেকে কাজে উৎসাহী করতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সংক্রমিত এলাকাগুলোতে বাসিন্দাদের বিনা প্রয়োজনে বাইরে যেতে নিষেধ করেছেন তিনি। রেস্তোরাঁগুলো রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া খেলাধুলায় দর্শক উপস্থিতি সীমিত করতে বলেছেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, যেসব রেস্তোরাঁ তাদের খোলা রাখার সময় সীমিত করবে তাদের প্রতি মাসে এক দশমিক ৮ মিলিয়ন ইয়েন বা এক হাজার ৪০০ ডলার করে দেবে সরকার। তবে জরুরি অবস্থার মধ্যেও স্কুল খোলা থাকবে বলে জানান তিনি। সুগা বলেন, স্কুল থেকে সীমিত পরিসরে করোনা ছড়িয়েছে। শিশুরা ভবিষ্যতে দেশকে নেতৃত্বে দেবে, আমরা তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চাই।

জরুরি অবস্থা জারি করলেও আগামী জুলাইতে তারা টোকিও অলিম্পিক ও প্যারাঅলিম্পিক আয়োজন করতে চান বলে জানান প্রধানমন্ত্রী সুগা। তিনি বলেন, সুরক্ষিত ও নিরাপদ ক্রীড়া উৎসব আয়োজনে আমি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।

গতকাল বৃহস্পতিবার জাপানে সাত হাজার ৫৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ৬৬ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা তিন হাজার ৭৯১ জন। আর শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৮ হাজার ৩৯৩ জন।

সূত্র: সিএনএন।

Tag :

Please Share This Post in Your Social Media


টোকিওতে জরুরি অবস্থা জারি

Update Time : ০৪:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা করোনা সংক্রমণ রোধে জাপানের রাজধানী টোকিও ও এর আশাপাশের তিনটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আজ শুক্রবার থেকে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত টোকিও, চিবা, সাইতামা ও কানাগাওয়া অঞ্চলে এ জরুরি অবস্থা জারি থাকবে। দেশটিতে করোনার নতুন ধরন শনাক্ত ও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী সুগা জরুরি অবস্থা চলাকালিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ৭০ শতাংশ উপস্থিতি কমিয়ে কর্মীদের বাড়ি থেকে কাজে উৎসাহী করতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সংক্রমিত এলাকাগুলোতে বাসিন্দাদের বিনা প্রয়োজনে বাইরে যেতে নিষেধ করেছেন তিনি। রেস্তোরাঁগুলো রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া খেলাধুলায় দর্শক উপস্থিতি সীমিত করতে বলেছেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, যেসব রেস্তোরাঁ তাদের খোলা রাখার সময় সীমিত করবে তাদের প্রতি মাসে এক দশমিক ৮ মিলিয়ন ইয়েন বা এক হাজার ৪০০ ডলার করে দেবে সরকার। তবে জরুরি অবস্থার মধ্যেও স্কুল খোলা থাকবে বলে জানান তিনি। সুগা বলেন, স্কুল থেকে সীমিত পরিসরে করোনা ছড়িয়েছে। শিশুরা ভবিষ্যতে দেশকে নেতৃত্বে দেবে, আমরা তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চাই।

জরুরি অবস্থা জারি করলেও আগামী জুলাইতে তারা টোকিও অলিম্পিক ও প্যারাঅলিম্পিক আয়োজন করতে চান বলে জানান প্রধানমন্ত্রী সুগা। তিনি বলেন, সুরক্ষিত ও নিরাপদ ক্রীড়া উৎসব আয়োজনে আমি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।

গতকাল বৃহস্পতিবার জাপানে সাত হাজার ৫৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ৬৬ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা তিন হাজার ৭৯১ জন। আর শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৮ হাজার ৩৯৩ জন।

সূত্র: সিএনএন।