চাঁদপুরের জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

  • Update Time : ০৭:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • / 175
নিজস্ব প্রতিনিধি:

বীর মুক্তিযোদ্ধা, সাবেক বিএলএফ কমান্ডার ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম মোহনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার ৩০ ডিসেম্বর হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই এলাকায় বীর মুক্তিযোদ্ধার জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

এর আগে পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রতি সম্মান জানিয়ে সশস্ত্র সালাম জানান। পরে রাষ্ট্র ও সরকারি প্রশাসন থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। পরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহবুব উল আলম লিপন, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্নস্তরের মানুষজন।
.
চাঁদপুরের হাজীগঞ্জে গত ১৫ ডিসেম্বর আওয়ামীলীগের দু‘পক্ষের সংর্ঘষের মধ্যে পড়ে গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোহন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।
.
জানাযায় বীর এই মুক্তিযোদ্ধার প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন, উপস্থিতরা।
.

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোহন ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের সৈনিক। ঘটনার দিন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হন।

Tag :

Please Share This Post in Your Social Media


চাঁদপুরের জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

Update Time : ০৭:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিনিধি:

বীর মুক্তিযোদ্ধা, সাবেক বিএলএফ কমান্ডার ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম মোহনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার ৩০ ডিসেম্বর হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই এলাকায় বীর মুক্তিযোদ্ধার জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

এর আগে পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রতি সম্মান জানিয়ে সশস্ত্র সালাম জানান। পরে রাষ্ট্র ও সরকারি প্রশাসন থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। পরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহবুব উল আলম লিপন, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্নস্তরের মানুষজন।
.
চাঁদপুরের হাজীগঞ্জে গত ১৫ ডিসেম্বর আওয়ামীলীগের দু‘পক্ষের সংর্ঘষের মধ্যে পড়ে গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোহন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।
.
জানাযায় বীর এই মুক্তিযোদ্ধার প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন, উপস্থিতরা।
.

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোহন ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের সৈনিক। ঘটনার দিন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হন।