নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবি: শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১২

  • Update Time : ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • / 156

 

টাঙ্গাইল প্রতিবেদক:

নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১২। টাঙ্গাইলের নাগরপুরে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় ফাহিমা আক্তার নামে সাত বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো অন্তত ১২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সাড়ে ছয়টার দিকে নাগরপুর সদর ইউনিয়নের পানান তুর্কি বিলে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, বুধবার বিকেলে নাগরপুর সদর ইউনিয়নের পানান তুর্কি বিলে নৌকাবাইচের আয়োজন করে স্থানীয়রা।

পরিবার-পরিজনসহ শতশত লোক নৌকাবাইচ দেখতে নদীতে ভীড় জমায়। পরে বিকেল সাড়ে ছয়টার দিকে শতাধিক দর্শনার্থী ভর্তি একটি নৌকাডুবির ঘটলে স্থানীয়রা ফাহিমা আক্তার নামের সাত বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে। এ সময় অনেকেই সাঁতরে ডাঙ্গায় উঠতে পারলেও শিশু ও নারীসহ অনেকেই নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও এ ঘটনায় উদ্ধার হওয়া পাঁচজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবি: শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১২

Update Time : ০৫:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

 

টাঙ্গাইল প্রতিবেদক:

নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১২। টাঙ্গাইলের নাগরপুরে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় ফাহিমা আক্তার নামে সাত বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো অন্তত ১২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সাড়ে ছয়টার দিকে নাগরপুর সদর ইউনিয়নের পানান তুর্কি বিলে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, বুধবার বিকেলে নাগরপুর সদর ইউনিয়নের পানান তুর্কি বিলে নৌকাবাইচের আয়োজন করে স্থানীয়রা।

পরিবার-পরিজনসহ শতশত লোক নৌকাবাইচ দেখতে নদীতে ভীড় জমায়। পরে বিকেল সাড়ে ছয়টার দিকে শতাধিক দর্শনার্থী ভর্তি একটি নৌকাডুবির ঘটলে স্থানীয়রা ফাহিমা আক্তার নামের সাত বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে। এ সময় অনেকেই সাঁতরে ডাঙ্গায় উঠতে পারলেও শিশু ও নারীসহ অনেকেই নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও এ ঘটনায় উদ্ধার হওয়া পাঁচজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।