ঢাকায় নেওয়া হচ্ছে সংসদ সদস্য ফজলে করিমকে

  • Update Time : ০৫:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • / 189
নিজস্ব প্রতিবেদক:
.
করোনা ভাইরাসে আক্রান্ত রাউজানের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
.
বুধবার (১৯ আগস্ট) সকালে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সন্তান ফারাজ করিম বলেন, ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে।
.
এর আগে সর্দি-জ্বর থাকায় সোমবার (১৭ আগস্ট) সকালে নমুনা দিয়েছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। সন্ধ্যায় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি শহরের বাসায় আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।
.
করোনা সংক্রমণের শুরু থেকে এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। গত ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতেও ব্যস্ত ছিলেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাকায় নেওয়া হচ্ছে সংসদ সদস্য ফজলে করিমকে

Update Time : ০৫:৩৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
নিজস্ব প্রতিবেদক:
.
করোনা ভাইরাসে আক্রান্ত রাউজানের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
.
বুধবার (১৯ আগস্ট) সকালে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সন্তান ফারাজ করিম বলেন, ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে।
.
এর আগে সর্দি-জ্বর থাকায় সোমবার (১৭ আগস্ট) সকালে নমুনা দিয়েছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। সন্ধ্যায় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি শহরের বাসায় আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।
.
করোনা সংক্রমণের শুরু থেকে এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানে ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। গত ১৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতেও ব্যস্ত ছিলেন তিনি।