মতলবে গরু ধইঞ্চা খাওয়াকে কেন্দ্র করে সর্বস্ব পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

  • Update Time : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / 208
মতলব প্রতিনিধিঃ
.
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর রসিকদের বাড়ীতে দুর্বৃত্তদের অগ্নিকান্ডে নারায়ন চন্দ্রদে’র পাকঘর ও গুদামঘর ভস্মিভূত হয়েছে। গত ১৫ আগস্ট শনিবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
.
সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও নারায়ন চন্দ্র দে জানান, একই এলাকার রুহুল আমিনের ছেলে দেলোয়ার (৪৫)-এর সাথে গত ১০ আগস্ট আমার একটি গরু তার ক্ষেতের ধইঞ্চা খেয়ে ফেলে। এ নিয়ে দেলোয়ার আমাকে এলোপাথারি মারধর করে। পরে দেলোয়ারসহ তার ভাতিজা সৈয়দ আলীর ছেলে জহর আলী, ফারুক, সুমন, শাহাদাত, রুহুল আমিনের ছেলে সুফিয়ান ও মনির এক জোট হয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনের উপর হামলা করে মারধর করে।
.
ঘটনার সময়ে দেলোয়ার আমাকে ও পরিবারের লোকজনকে ক্ষতি করবে এবং আমার ঘর-বাড়ী জ্বালিয়ে দিয়ে আমাকে বাড়ী ছাড়া করবে বলে জানায়। ঘটনার ৫ দিনপর গত ১৫ আগস্ট রাতের আঁধারে কে বা কাহারা আমার পাকঘরে আগুন লাগিয়ে দেয়। বাড়ীতে থাকা আমার জেঠাতো ভাই রনজিত দে মাছ চাষ করার পুকুর দেখতে উঠলে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশ-পাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভাতে সাহায্য করে।এতে আমাদের ২ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়। পাকঘরের মধ্যে গুদাম ঘরে ধান, আলু, ভুট্টা, লাকড়ী, পাট ইত্যাদি ছিল।
.
দেলোয়ারের ভাতিজা শাহাদাত জানায়, দু’ পক্ষের মধ্যে গরু ধইঞ্চা খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হয়েছে। গত ১৪ আগস্ট এ নিয়ে শালিস বৈঠকের কথা থাকলেও তা হয়নি।
.
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বিডিসমাচার কে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে,তদন্ত  চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

Please Share This Post in Your Social Media


মতলবে গরু ধইঞ্চা খাওয়াকে কেন্দ্র করে সর্বস্ব পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

Update Time : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
মতলব প্রতিনিধিঃ
.
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর রসিকদের বাড়ীতে দুর্বৃত্তদের অগ্নিকান্ডে নারায়ন চন্দ্রদে’র পাকঘর ও গুদামঘর ভস্মিভূত হয়েছে। গত ১৫ আগস্ট শনিবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
.
সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও নারায়ন চন্দ্র দে জানান, একই এলাকার রুহুল আমিনের ছেলে দেলোয়ার (৪৫)-এর সাথে গত ১০ আগস্ট আমার একটি গরু তার ক্ষেতের ধইঞ্চা খেয়ে ফেলে। এ নিয়ে দেলোয়ার আমাকে এলোপাথারি মারধর করে। পরে দেলোয়ারসহ তার ভাতিজা সৈয়দ আলীর ছেলে জহর আলী, ফারুক, সুমন, শাহাদাত, রুহুল আমিনের ছেলে সুফিয়ান ও মনির এক জোট হয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনের উপর হামলা করে মারধর করে।
.
ঘটনার সময়ে দেলোয়ার আমাকে ও পরিবারের লোকজনকে ক্ষতি করবে এবং আমার ঘর-বাড়ী জ্বালিয়ে দিয়ে আমাকে বাড়ী ছাড়া করবে বলে জানায়। ঘটনার ৫ দিনপর গত ১৫ আগস্ট রাতের আঁধারে কে বা কাহারা আমার পাকঘরে আগুন লাগিয়ে দেয়। বাড়ীতে থাকা আমার জেঠাতো ভাই রনজিত দে মাছ চাষ করার পুকুর দেখতে উঠলে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশ-পাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভাতে সাহায্য করে।এতে আমাদের ২ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়। পাকঘরের মধ্যে গুদাম ঘরে ধান, আলু, ভুট্টা, লাকড়ী, পাট ইত্যাদি ছিল।
.
দেলোয়ারের ভাতিজা শাহাদাত জানায়, দু’ পক্ষের মধ্যে গরু ধইঞ্চা খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হয়েছে। গত ১৪ আগস্ট এ নিয়ে শালিস বৈঠকের কথা থাকলেও তা হয়নি।
.
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বিডিসমাচার কে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে,তদন্ত  চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।