নীলফামারীর ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ ১১ জনের কোভিড-১৯ শনাক্ত

  • Update Time : ০২:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / 167
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রাশেবুল হোসেনসহ ১১ জনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে । সোমবার দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ ১১ জনের করোনা পজেটিভ আসে।
.
এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৬৮ জনে। এপর্যন্ত ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাসহ মোট ৫১ জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়েছে।
.
এদের মধ্যে ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ ৯জন চিকিৎসক, ১৭ জন নার্স এবং ২৫ জন কর্মকর্তা-কর্মচারী। তন্মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৮ জন চিকিৎসক, ১৩ জন নার্স ও ২১ জন কর্মকর্তা কর্মচারী।
.
বর্তমানে ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ ৯ জন চিকিৎসাধীন আছেন। গত ১৩ আগস্ট সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন অবসরে যাওয়ায় ওই দিন থেকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন।
.
তিনি জানান ৭৬৮ জনের মধ্যে সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮৪ জন। মারা গেছেন ১১ জন। সৈয়দপুর উপজেলায় ১০১ জন শনাক্তের মধ্যে সুস্থ ৮৯ জন আর মারা গেছেন ৩ জন। কিশোরগঞ্জ উপজেলায় ৪৩ জন শনাক্তের মধ্যে সুস্থ ৪১ জন আর মারা গেছেন ১ জন। ডিমলা উপজেলায় ৭৫ জন শনাক্তের মধ্যে সুস্থ ৬৭ জন এবং ডোমার উপজেলায় ৬৭ জন শনাক্তের মধ্যে সুস্থ ৬৪ জন। এ দুই উপজেলায় এখন পর্যন্ত কেউ করোনা রোগে মারা যায়নি।
.
নীলফামারীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রাশেবুল হোসেন সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি তাঁর নিজের সম্পর্কে বলেন, হালকা জ¦র, সর্দি ও কাশি শুরু হওয়া করোনা সন্দেহে আমি গত ১৫ আগস্ট নমুনা প্রদান করি। গত রোববার রাতে নমুনা ফলাফলে আমার করোনা পজিটিভ ধরা পরে। বর্তমানে আমি নিজ বাসায় চিকিৎসাধীন আছি। জেলা স্বাস্থ্য বিভাগের দাপ্তরিক কাজ পরিচালনার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট জাহাঙ্গীর আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি।
Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীর ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ ১১ জনের কোভিড-১৯ শনাক্ত

Update Time : ০২:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রাশেবুল হোসেনসহ ১১ জনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে । সোমবার দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ ১১ জনের করোনা পজেটিভ আসে।
.
এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৬৮ জনে। এপর্যন্ত ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাসহ মোট ৫১ জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়েছে।
.
এদের মধ্যে ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ ৯জন চিকিৎসক, ১৭ জন নার্স এবং ২৫ জন কর্মকর্তা-কর্মচারী। তন্মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৮ জন চিকিৎসক, ১৩ জন নার্স ও ২১ জন কর্মকর্তা কর্মচারী।
.
বর্তমানে ভারপ্রাপ্ত সিভিল সার্জনসহ ৯ জন চিকিৎসাধীন আছেন। গত ১৩ আগস্ট সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন অবসরে যাওয়ায় ওই দিন থেকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন।
.
তিনি জানান ৭৬৮ জনের মধ্যে সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮৪ জন। মারা গেছেন ১১ জন। সৈয়দপুর উপজেলায় ১০১ জন শনাক্তের মধ্যে সুস্থ ৮৯ জন আর মারা গেছেন ৩ জন। কিশোরগঞ্জ উপজেলায় ৪৩ জন শনাক্তের মধ্যে সুস্থ ৪১ জন আর মারা গেছেন ১ জন। ডিমলা উপজেলায় ৭৫ জন শনাক্তের মধ্যে সুস্থ ৬৭ জন এবং ডোমার উপজেলায় ৬৭ জন শনাক্তের মধ্যে সুস্থ ৬৪ জন। এ দুই উপজেলায় এখন পর্যন্ত কেউ করোনা রোগে মারা যায়নি।
.
নীলফামারীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রাশেবুল হোসেন সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি তাঁর নিজের সম্পর্কে বলেন, হালকা জ¦র, সর্দি ও কাশি শুরু হওয়া করোনা সন্দেহে আমি গত ১৫ আগস্ট নমুনা প্রদান করি। গত রোববার রাতে নমুনা ফলাফলে আমার করোনা পজিটিভ ধরা পরে। বর্তমানে আমি নিজ বাসায় চিকিৎসাধীন আছি। জেলা স্বাস্থ্য বিভাগের দাপ্তরিক কাজ পরিচালনার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট জাহাঙ্গীর আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি।