শ্রীমঙ্গলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা স্বামীর
- Update Time : ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / 138
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার বৌলাছড়া চা-বাগান বস্তিতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ এ চা-শ্রমিক দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছে। এ দম্পতির তিনটি কন্যা সন্তান রয়েছে।
.
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আব্দুস ছালেক জানিয়েছেন, রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে বৌলাছড়া চা-বাগান থেকে খবর পাওয়া যায় যে দু‘জন চা-শ্রমিক হত্যার ঘটনা ঘটেছে। এতে শ্রীমঙ্গল থানা পুলিশ সকালেই বৌলাছড়া চা-বাগান বস্তিতে গিয়ে উপস্থিত হন। এ সময় পুলিশ একটি মাটির ঘরে ঢুকে চা-শ্রমিক বিপুল তন্ত্রবাইকে (৪০) ঘরের ছাদের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত ও মৃত অবস্থায় উদ্ধার করে।
.
এছাড়া তার স্ত্রী অলক তন্ত্রবাইর (৩৫) শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায় বলে জানান তিনি।
.
পুলিশের এ কর্মকর্তা জানান, তাদের বড় মেয়ে শুভা তন্ত্রবাই (১৪) জানিয়েছে, তার বাবা-মা দু‘জনের মধ্যে শনিবার সন্ধ্যা ও রাতে ঝগড়া হয়। তবে রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। ছোট দু‘বোন বাবা-মায়ের কাছে থাকলেও শুভা পাশের একটি রুমে ঘুমিয়ে ছিল। সকালের দিকে ছোট বোনের কান্নাকাটি শুনে ঘরে ঢুকে বাবা-মাকে মৃত অবস্থায় দেখতে পায় বলে জানায় সে।
.
পুলিশ বলছে, বিপুল তন্ত্রবাই মধ্যে রাতের এক সময়ে চা-বাগানের কাজে ব্যবহৃত ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রী অলক তন্ত্রবাইকে হত্যা করেছেন। পরে নিজে ঘরের ছাদে দড়ি বেঁধে আত্মহত্যা করেছেন।
.
ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে বলে জানান তিনি।
.