ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ মোট ৭ জন নিহত হয়েছেন।
শনিবার বিকেলে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার আহমার উজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহন নামে একটি বাসের সাথে ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেয়ার পথে অপর তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে একই পরিবারে তিন জনসহ সাত জনের মৃত্যু হয়।
একই পরিবারের নিহতদের মধ্যে নূর ইসলাম (৩০), তার স্ত্রী মোছা. তাসলিমা (২৬) এবং তার শিশু কন্যা লিজা (১০) রয়েছে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।
তাদের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার সোলাকুড়ি ইউনিয়নের নয়াকুড়ি গ্রামে।
এছাড়াও এ ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক মো. আলাদুল (৩৮), মো. নজরুল (৩৫), নজর ইসলাম (৫৫), সাইদুল ইসলাম (৪৫) এর মৃত্যু হয়েছে। তারা মুক্তাগাছা উপজেলার ইসাখালি গ্রামের বাসিন্দা।
নিহতদের মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় রাস্তা সাময়িক বন্ধ ছিল। দুর্ঘটনার পর বাস চালক কামাল হোসেন (৫৩) কে আটক করেছে পুলিশ।