বগুড়া সারিয়াকান্দিতে বন্যায় ৭৭ কোটি টাকার ফসলের ক্ষতি

  • Update Time : ০৭:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • / 150

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। এরই মধ্যে কমতে শুরু করেছে বন্যার পানি।উপজেলায় কয়েক দফা বন্যায় কৃষকের ৬৬ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।

এদিকে বগুড়ায় যমুনা নদীতেও পানি কমেছে। বন্যার পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।ঘরে ফিরতে শুরু করেছে তীরে আশ্রয় নেয়া পরিবারগুলো।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বগুড়ায় যমুনা নদীর পানি কমে বিপত্সীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।বন্যার পানি কমে যাওয়ার কারণে কিছু পরিবার নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে।

ঈদের আগে বগুড়ার যমুনা নদীসংলগ্ন সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়। গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে বগুড়ার সারিয়াকান্দিসহ যমুনা তীরবর্তী সোনাতলা ও ধুনট উপজেলার প্রায় ৩২ হাজার ৩৪২ পরিবারের ১ লাখ ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।প্রবল বর্ষণ ও উজানের ঢলে বগুড়ায় যমুনা ও বাঙালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফা বন্যা দেখা দেয়।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বন্যায় উপজেলার ৬ হাজার ৩৬৪ হেক্টর জমির পাট, আউশ ধান, ভুট্টা, আমন বীজতলা, মরিচ, রোপা আমন ও শাকসবজির আবাদ বন্যায় নষ্ট হয়ে যায়। এতে কৃষকদের ৬৬ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


বগুড়া সারিয়াকান্দিতে বন্যায় ৭৭ কোটি টাকার ফসলের ক্ষতি

Update Time : ০৭:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। এরই মধ্যে কমতে শুরু করেছে বন্যার পানি।উপজেলায় কয়েক দফা বন্যায় কৃষকের ৬৬ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।

এদিকে বগুড়ায় যমুনা নদীতেও পানি কমেছে। বন্যার পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।ঘরে ফিরতে শুরু করেছে তীরে আশ্রয় নেয়া পরিবারগুলো।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বগুড়ায় যমুনা নদীর পানি কমে বিপত্সীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।বন্যার পানি কমে যাওয়ার কারণে কিছু পরিবার নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে।

ঈদের আগে বগুড়ার যমুনা নদীসংলগ্ন সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়। গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে বগুড়ার সারিয়াকান্দিসহ যমুনা তীরবর্তী সোনাতলা ও ধুনট উপজেলার প্রায় ৩২ হাজার ৩৪২ পরিবারের ১ লাখ ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।প্রবল বর্ষণ ও উজানের ঢলে বগুড়ায় যমুনা ও বাঙালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফা বন্যা দেখা দেয়।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বন্যায় উপজেলার ৬ হাজার ৩৬৪ হেক্টর জমির পাট, আউশ ধান, ভুট্টা, আমন বীজতলা, মরিচ, রোপা আমন ও শাকসবজির আবাদ বন্যায় নষ্ট হয়ে যায়। এতে কৃষকদের ৬৬ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।