বাবার অভাব

  • Update Time : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 232
শান্তা মারিয়া:
বাবা তুমি যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছিলে
তখন আমার বারবার মনে হয়েছিলো;
তোমাকে ভুলে যাওয়ার চাইতে এই বহুরূপী পৃথিবীতে কঠিন কিছু হয়তো আর নেই।ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটা কেমন উলটপালট হয়ে গেছে;
আলো ছড়ানো মায়াভরা জগতটা কেমন যেন থমকে গেছে!!

বাবা তুমি চলে যাওয়ার পর আমার ছোট্ট জীবনটাতে

কখনোও নয়নতারার মতো কোনো আলো ফোটেনি;
কখনো মনখুলে একটু হাসতে পারিনি আর!!
বাবা তুমি চলে যাওয়ার পর অভ‍্যস্ত আদর করে আর কেউ আমায় নাম ধরে ডাকেনি।
অথচ আমি অভাগার মতো চাইতাম কেউ একটু মনখুলো আমায় ডাকুক;

কাছে টেনে নিয়ে বাবার মতো একটু ভালোবাসুক।।

বাবা তুমি চলে যাওয়ার পর পরিবারের সবার কাছে আমি অভিশপ্ত হয়ে গেছি;
আমার প্রতি মোনাজাতে বাবা শুধু তোমাকে চাওয়া;
বাবা তোমার শূন্যতা এখানেও আমাকে প্রতিনিয়ত কাদাঁয়।

লেখক: শিক্ষার্থী,জাতীয় বিশ্ববিদ্যালয়।

 

Tag :

Please Share This Post in Your Social Media


বাবার অভাব

Update Time : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
শান্তা মারিয়া:
বাবা তুমি যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছিলে
তখন আমার বারবার মনে হয়েছিলো;
তোমাকে ভুলে যাওয়ার চাইতে এই বহুরূপী পৃথিবীতে কঠিন কিছু হয়তো আর নেই।ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটা কেমন উলটপালট হয়ে গেছে;
আলো ছড়ানো মায়াভরা জগতটা কেমন যেন থমকে গেছে!!

বাবা তুমি চলে যাওয়ার পর আমার ছোট্ট জীবনটাতে

কখনোও নয়নতারার মতো কোনো আলো ফোটেনি;
কখনো মনখুলে একটু হাসতে পারিনি আর!!
বাবা তুমি চলে যাওয়ার পর অভ‍্যস্ত আদর করে আর কেউ আমায় নাম ধরে ডাকেনি।
অথচ আমি অভাগার মতো চাইতাম কেউ একটু মনখুলো আমায় ডাকুক;

কাছে টেনে নিয়ে বাবার মতো একটু ভালোবাসুক।।

বাবা তুমি চলে যাওয়ার পর পরিবারের সবার কাছে আমি অভিশপ্ত হয়ে গেছি;
আমার প্রতি মোনাজাতে বাবা শুধু তোমাকে চাওয়া;
বাবা তোমার শূন্যতা এখানেও আমাকে প্রতিনিয়ত কাদাঁয়।

লেখক: শিক্ষার্থী,জাতীয় বিশ্ববিদ্যালয়।