সিলেট প্রতিনিধি:
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেটে পৌঁছেছে।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে থেকে একটি অ্যাম্বুলেন্সে করে কামরানের মরদেহ সোমবার দুপুরে সিলেটের প্রবেশদ্বার চণ্ডিপুলে পৌঁছায়।
আওয়ামী লীগের শত শত নেতাকর্মী তখন সেখানে উপস্থিত ছিলেন। এরপর কামরানের মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর ছড়ারপাড়ে তার বাসায়।ছোট ভাই আক্তার আহমদ ইসমত জানান, জোহরের নামাজের পর জানাজা শেষে মানিকপীর টিলায় বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে কামরানকে।
করোনাভাইরাসে আক্রান্ত কামরান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোর রাতে সেখানেই তার মৃত্যু হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন।
২০১৬ সালে আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ পাওয়া কামরান বর্তমান কমিটিতেও একই পদে ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, “প্রথম নির্বাচিত মেয়র হিসবে সিলেটের উন্নয়নে বদর উদ্দিন আহমদ কামরান যে অবদান রেখেছেন সেজন্য মানুষ তাকে সবসময় মনে রাখবে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ নেতা হারাল।”
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেছেন, “স্বীয় কর্মের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কামরান গণমানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”