আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেট অনুমোদনে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২০-২১ সালের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়।
এরআগে, সকাল সাড়ে দশটার দিকে প্রস্তাবিত বাজেট নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে জাতীয় সংসদের উদ্দেশ্যে রওনা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বর্তমান সরকারের চলতি মেয়াদের দ্বিতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। এটি তার নিজেরও দ্বিতীয় বাজেট উত্থাপন।
মন্ত্রিসভার বিশেষ সভায় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।