১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু
- Update Time : ০৮:৩১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / 212
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক রুটে আগামী ১৬ জুন থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ফ্লাইট চলবে কাতার ও যুক্তরাজ্যে। বৃহস্পতিবার (১১ জুন) সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আপাতত যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে যাবে ফ্লাইট। যদিও কাতারে কোনো যাত্রী প্রবেশ করতে পারবেন না। অন্যদেশে যাওয়ার ট্রানজিট হিসেবে সেখানকার বিমানবন্দর ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ।
তবে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হলেও ফ্লাইট পরিচালনা করবে কিনা সে সিদ্ধান্ত নেবে এয়ারলাইন্সগুলো।
এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। প্রায় আড়াই মাস বন্ধ রাখার পর ১ জুন থেকে স্বাস্থ্য বিধি নিশ্চিতের ৩৫টি নির্দেশনা জারি করে ফ্লাইট চালুর উদ্যোগ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু করা হয়েছিল।