ডেঙ্গু লালনের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা
- Update Time : ০৬:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / 153
বাসা ও প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা পাওয়া যাওয়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ভবন মালিককে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নগরির ৫৪ টি ওয়ার্ডে ডেঙ্গু দমনে ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা চিরুনি অভিযানের পঞ্চম দিনে এ জরিমানা আদায় করা হয়।
ডিএনসিসি জানায়, অভিযানের পঞ্চম দিনে করপোরেশনের ৫৪টি ওয়ার্ডের সবগুলোতে আলাদা আলাদা অভিযানে মোট ১৩ হাজার ৪৬২টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়।
এসময় ১৫৩টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এরমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান ও ভবন মালিকদের বিরুদ্ধে পৃথক পৃথক ১৪টি মামলায় মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এডিস মশার লার্ভা পাওয়া যায় বাদেও আরও ৯ হাজার ২৫৮টি বাড়ি ও স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এসব বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়েছে বলে করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ৬ জুন থেকে আজ পর্যন্ত এই ৫ দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ৬৭ হাজার ৫৯২ টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছে উত্তর সিটির কর্মকর্তারা। এরমধ্যে ৮৫৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া আরও ৪৬ হাজার ৮০১টি বাড়ি ও স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে।
বাড়ি, প্রতিষ্ঠানে ডেঙ্গু লালনের দায়ে ৫ দিনে ভবন ও প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা করে মোট ৪ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা করেছে ডিএনসিসি।