বিশেষ প্রতিনিধিঃ
স্বাস্থ্য মন্ত্রণালয়েরর স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বদলির পর পরিকল্পনা বিভাগে গিয়ে সিনিয়র সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন মো. আসাদুল ইসলাম। পরিকল্পনা বিভাগে বর্তমানে সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
মঙ্গলবার (৯ জুন) পরিকল্পনা বিভাগের সচিব আসাদুল ইসলামকে সিনিয়র সচিব করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আসাদুল ইসলাম আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন।
এর আগে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে মাস্ককাণ্ডসহ বিভিন্ন কারণে আলোচিত মো. আসাদুল ইসলামকে ৪ই জুন স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বদলি করে পরিকল্পনা বিভাগে নেয়া হয়।
এই রদবদলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পান ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান, যিনি একসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ছিলেন।