ডিমলায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ যুবক আটক

  • Update Time : ১০:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / 13

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ইউনিয়নের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় ৪ যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি।
সোমবার রাত ১০টার দিকে ইউনিয়নের ঠাকুরগঞ্জ সীমান্তের খাল পাড়া নামক স্থান থেকে তাদের আটক করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) টহল দল। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে আটককৃতদের ডিমলা থানা পুলিশের নিকট হস্তান্তর করে মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট (মেডিকেল মোড়) এলাকার শম্ভু দত্ত মৌলিকের পুত্র আনন্দ দত্র মৌলিক (২৬), নীলফামারী সদর উপেজলার দক্ষিন চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের পুত্র হেমন্ত রায় (২১), কিসামত বসিয়ান পাড়ার ডালিম চন্দ্র রায়ের পুত্র শংকর রায় (১৮) ও পলাশবাড়ি মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের পুত্র উত্তম রায় (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে উপজেলার ঠাকুরগঞ্জ বিওপির সীমান্তে ৭৯২ নং মেইন পিলারের সাব পিলার ৩ এস, এ চৌধুরী পাড়া নামক স্থান থেকে ৪জন বাংলাদেশি নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ।

একটি সুত্রে জানা গেছে ডিমলার আনন্দ দত্ত জেলার হিন্দু সস্প্রদায়ের লোকজনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ডিমলা সীমান্তে দিয়ে ভারতে পারাপারের কাজটি করে আসছিল। সে ভারতে পড়াশুনার করার কারনে দালাল চক্রের সাথে দীঘদিন থেকে এসব কাজে জড়িত। আটককৃতরা সকলে আনন্দের প্রচারনায় ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়।

ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, বিজিবি চারজনকে থানায় নিয়ে আসে। আটককৃতরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার কারণে বিজিবি বাদী হয়ে তাদের নামে এজাহার দাখিল করলে মামলা নেয়া হয়। তাদেরকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


ডিমলায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ যুবক আটক

Update Time : ১০:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ইউনিয়নের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় ৪ যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি।
সোমবার রাত ১০টার দিকে ইউনিয়নের ঠাকুরগঞ্জ সীমান্তের খাল পাড়া নামক স্থান থেকে তাদের আটক করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) টহল দল। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে আটককৃতদের ডিমলা থানা পুলিশের নিকট হস্তান্তর করে মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট (মেডিকেল মোড়) এলাকার শম্ভু দত্ত মৌলিকের পুত্র আনন্দ দত্র মৌলিক (২৬), নীলফামারী সদর উপেজলার দক্ষিন চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের পুত্র হেমন্ত রায় (২১), কিসামত বসিয়ান পাড়ার ডালিম চন্দ্র রায়ের পুত্র শংকর রায় (১৮) ও পলাশবাড়ি মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের পুত্র উত্তম রায় (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে উপজেলার ঠাকুরগঞ্জ বিওপির সীমান্তে ৭৯২ নং মেইন পিলারের সাব পিলার ৩ এস, এ চৌধুরী পাড়া নামক স্থান থেকে ৪জন বাংলাদেশি নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ।

একটি সুত্রে জানা গেছে ডিমলার আনন্দ দত্ত জেলার হিন্দু সস্প্রদায়ের লোকজনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ডিমলা সীমান্তে দিয়ে ভারতে পারাপারের কাজটি করে আসছিল। সে ভারতে পড়াশুনার করার কারনে দালাল চক্রের সাথে দীঘদিন থেকে এসব কাজে জড়িত। আটককৃতরা সকলে আনন্দের প্রচারনায় ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়।

ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, বিজিবি চারজনকে থানায় নিয়ে আসে। আটককৃতরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার কারণে বিজিবি বাদী হয়ে তাদের নামে এজাহার দাখিল করলে মামলা নেয়া হয়। তাদেরকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।