বেনাপোল চেকপোষ্টে দুই ছিনতাইকারী গ্রেফতার

  • Update Time : ০৯:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / 1

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-

শনিবার(১৯ অক্টোবর) ভারতগামী বাংলাদেশী এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা ছিনতাই এর অভিযোগে মো.সাগর হোসেন(২৭) ও ইবাদত হোসেন(৪৫) নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,বাদী মো.খাদেম রুহুল আমিন(৪৫) পিতা – মৃত আব্দুস সোবহান, সাং-চরগ্রাম, থানা- বাগেরহাট, জেলা- বাগেরহাট,

তার শ্যালক মাহফুজ খান(৩৬) এর ক্যান্সার চিকিৎসার জন্য ভারত যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট সহকারে বেনাপোল চেকপোষ্টে আসে। আসামী সাগর,ইবাদত তাদের অন্য সহযোগীদের সহায়তায় বাদী খাদেম রুহুল আমিন ও তার শ্যালক মাহফুজ খান কে ভুলভাল বুঝিয়ে চেকপোষ্টের অদূরে বেনাপোল বাজার সংলগ্ন “ঢাকা বিরানী হাউজ” এর দক্ষিন পাশে নিরিবিলি স্থানে নিয়ে যায়। সিরিয়াল ছাড়াই খুব দ্রুত বাদী পক্ষকে ভারত পাঠানোর ব্যবস্থা করে দেবে বলে

আসামী পক্ষ বাদীপক্ষের নিকট কত টাকা আছে জানতে চাই। সরল মনের মানুষ বাদী খাদেম রুহুল আমিন ৫০,০০০/- টাকা আছে বলে আসামী পক্ষকে জানাই। এত পরিমান বাংলা টাকা ভারতে নিয়ে যাওয়া যাবে না বলে “মানিচেঞ্জ” করে ভারতীয় রুপি নিতে হবে বলে আসামী পক্ষ জানাই। আসামীদের কথার উপর বিশ্বাস করে ৫০,০০০/-টাকা আসামী পক্ষের হাতে তুলে দেয়। টাকাগুলো পেয়ে আসামী সাগর,ইবাদত সহ ছিনতাইকারী গং”য়েরা সেখান থেকে সটকে পড়ে। আসামী পক্ষের ফিরতে দেরী দেখে বাদী খাদেম রুহুল আমিন আত্মচিৎকার করলে এলাকার মানুষের সহায়তায় বেনাপোল পোর্টথানার স্মরনাপন্ন হলে,থানা পুলিশ বাদীর স্বীকারোক্তি মোতাবেক চিহ্নিত ঐ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়,বাকী আসামীদেরকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়। 

আসামী সাগর হোসেনের বাড়ী পোর্টথানাধীন বড়আঁচড়া গ্রামে,তার পিতার নাম-আনারুল ইসলাম এবং আসামী ইবাদত হোসেনের বাড়ী একই থানাধীন নামাজগ্রামে,তার পিতার নাম-গোলাম মোড়ল।

এবিষয়ে,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া ঘটনায় বাদীর অভিযোগ সাপেক্ষে এজাহার নামীয় ৫ জন এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন। আসামী ইবাদতের নিকট হতে ভাগে পাওয়া ৪,০০০-(চার হাজার) টাকা জব্দ করা হয়েছে।

আসামী সাগর এবং ইবাদত এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে যশোর জেলা আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বেনাপোল চেকপোষ্টে দুই ছিনতাইকারী গ্রেফতার

Update Time : ০৯:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-

শনিবার(১৯ অক্টোবর) ভারতগামী বাংলাদেশী এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা ছিনতাই এর অভিযোগে মো.সাগর হোসেন(২৭) ও ইবাদত হোসেন(৪৫) নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,বাদী মো.খাদেম রুহুল আমিন(৪৫) পিতা – মৃত আব্দুস সোবহান, সাং-চরগ্রাম, থানা- বাগেরহাট, জেলা- বাগেরহাট,

তার শ্যালক মাহফুজ খান(৩৬) এর ক্যান্সার চিকিৎসার জন্য ভারত যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট সহকারে বেনাপোল চেকপোষ্টে আসে। আসামী সাগর,ইবাদত তাদের অন্য সহযোগীদের সহায়তায় বাদী খাদেম রুহুল আমিন ও তার শ্যালক মাহফুজ খান কে ভুলভাল বুঝিয়ে চেকপোষ্টের অদূরে বেনাপোল বাজার সংলগ্ন “ঢাকা বিরানী হাউজ” এর দক্ষিন পাশে নিরিবিলি স্থানে নিয়ে যায়। সিরিয়াল ছাড়াই খুব দ্রুত বাদী পক্ষকে ভারত পাঠানোর ব্যবস্থা করে দেবে বলে

আসামী পক্ষ বাদীপক্ষের নিকট কত টাকা আছে জানতে চাই। সরল মনের মানুষ বাদী খাদেম রুহুল আমিন ৫০,০০০/- টাকা আছে বলে আসামী পক্ষকে জানাই। এত পরিমান বাংলা টাকা ভারতে নিয়ে যাওয়া যাবে না বলে “মানিচেঞ্জ” করে ভারতীয় রুপি নিতে হবে বলে আসামী পক্ষ জানাই। আসামীদের কথার উপর বিশ্বাস করে ৫০,০০০/-টাকা আসামী পক্ষের হাতে তুলে দেয়। টাকাগুলো পেয়ে আসামী সাগর,ইবাদত সহ ছিনতাইকারী গং”য়েরা সেখান থেকে সটকে পড়ে। আসামী পক্ষের ফিরতে দেরী দেখে বাদী খাদেম রুহুল আমিন আত্মচিৎকার করলে এলাকার মানুষের সহায়তায় বেনাপোল পোর্টথানার স্মরনাপন্ন হলে,থানা পুলিশ বাদীর স্বীকারোক্তি মোতাবেক চিহ্নিত ঐ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়,বাকী আসামীদেরকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়। 

আসামী সাগর হোসেনের বাড়ী পোর্টথানাধীন বড়আঁচড়া গ্রামে,তার পিতার নাম-আনারুল ইসলাম এবং আসামী ইবাদত হোসেনের বাড়ী একই থানাধীন নামাজগ্রামে,তার পিতার নাম-গোলাম মোড়ল।

এবিষয়ে,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া ঘটনায় বাদীর অভিযোগ সাপেক্ষে এজাহার নামীয় ৫ জন এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন। আসামী ইবাদতের নিকট হতে ভাগে পাওয়া ৪,০০০-(চার হাজার) টাকা জব্দ করা হয়েছে।

আসামী সাগর এবং ইবাদত এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে যশোর জেলা আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।