ইউসিবির পর্ষদে প‌রিবর্তন, নতুন চেয়ারম্যান অপরূপ চৌধুরী

  • Update Time : ০৯:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • / 39

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী। এছাড়া এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান হয়েছেন বশির আহমেদ।

মঙ্গলবার (২৭ আগস্ট) ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান নির্বাচিত হয়। ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ড. অপরূপ চৌধুরী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তৃণমূল প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং কর্পোরেট অঙ্গনে সুনামের সাথে কাজ করেছেন।

বশির আহমেদ এয়ারমেট গুডি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গুডি অ্যাক্সেসরিজ (প্রাইভেট) লিমিটেড, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড, বি অ্যান্ড বি ইলেকট্রনিক্স, বি অ্যান্ড বি ফুড অ্যান্ড বেভারেজ, বি অ্যান্ড বি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ঢাকা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, বার্ড ইন্টারন্যাশনাল মেটল এম্পোরিয়াম, পেটাল এন্টারপ্রাইজ প্রভৃতির প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইউসিবি সূত্রে জানা গেছে, ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমিমন্ত্রীর পিতা চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী। শুরু থেকে ব্যাংকটির সঙ্গে যুক্ত ছিলেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম। তারা বিভিন্ন সময়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সাল পর্যন্ত উভয়ের পরিবারের সদস্যরাই ব্যাংকটিতে যুক্ত ছিলেন ও নেতৃত্ব দেন।

২০১৭ সালে পারটেক্স গ্রুপ ইউসিবির মালিকানা ছেড়ে যেতে বাধ্য করা হয়। এরপর থেকে ব্যাংকটিতে একক আধিপত্য বিস্তার করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবার। ব্যাংকটির চেয়ারপারসনের দায়িত্ব নেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান। তবে রুকমিলা জামান যুক্তরাজ্যে অবস্থান করায় ব্যাংকটি মূলত সাইফুজ্জামান চৌধুরী পরিচালনা করেন, এমনটাই জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। তাদের অভিযোগ ২০১৭ সাল থেকে ব্যাংকটিকে একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে ‘অবাধ লুটপাট, আর্থিক দুর্নীতি ও বিদেশে টাকা পাচার’ করা হয়েছে। ফলে ব্যাংকটিতে খেলাপি ঋণ বেড়েছে। ২০১৭ সালে ব্যাংকে খেলাপি ঋণ ছিল ১ হাজার ৭৯২ কোটি টাকা, যা ২০২৩ সাল শেষে বেড়ে হয়েছে ২ হাজার ৭৮২ কোটি টাকা।

এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে আন্দোলন করে ব্যাংকের দেড় শতাধিকের বেশি শেয়ারহোল্ডার। ওই সময় তারা বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করে সাবেক ভূমিমন্ত্রীর ‘বিদেশে অর্থ পাচার’ ও ব্যাংকটির নানা অনিয়ম নিয়ে অভিযোগ উত্থাপন করেন। অপরদিকে, মালিকানা ফেরত পাওয়ার চেষ্টা করছেন ইউসিবির অন্যতম প্রতিষ্ঠাতা পারটেক্স গ্রুপের এম এ হাসেম পরিবার। এর প্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েকজন শেয়ারহোল্ডারের নামে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের বরাবর চিঠি দিয়েছে। চিঠিতে ব্যাংকের আর্থিক খারাপ অবস্থার চিত্র তুলে ধরে অবিলম্বে মালিকানা বদল চাওয়া হয়।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর হিসেবে নিয়োগ পায় ড. আহসান এইচ মনসুর। এরপর ব্যাংক খাতে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে দীর্ঘ দিন দখলে থাকা, সরকার পতনের পর মালিক পক্ষ পালিয়ে যাওয়া ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে নতুন পরিচালক নিয়োগ দেওয়ার কাজ শুরু করেছে। ইতিমধ্যে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন তিন ব্যাংকের (ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক) পর্ষদ পুন:গঠন করা হয়েছে। আরো কয়েকটি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ইউসিবির পর্ষদে প‌রিবর্তন, নতুন চেয়ারম্যান অপরূপ চৌধুরী

Update Time : ০৯:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী। এছাড়া এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান হয়েছেন বশির আহমেদ।

মঙ্গলবার (২৭ আগস্ট) ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান নির্বাচিত হয়। ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ড. অপরূপ চৌধুরী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তৃণমূল প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং কর্পোরেট অঙ্গনে সুনামের সাথে কাজ করেছেন।

বশির আহমেদ এয়ারমেট গুডি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গুডি অ্যাক্সেসরিজ (প্রাইভেট) লিমিটেড, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড, বি অ্যান্ড বি ইলেকট্রনিক্স, বি অ্যান্ড বি ফুড অ্যান্ড বেভারেজ, বি অ্যান্ড বি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ঢাকা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, বার্ড ইন্টারন্যাশনাল মেটল এম্পোরিয়াম, পেটাল এন্টারপ্রাইজ প্রভৃতির প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইউসিবি সূত্রে জানা গেছে, ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমিমন্ত্রীর পিতা চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী। শুরু থেকে ব্যাংকটির সঙ্গে যুক্ত ছিলেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম। তারা বিভিন্ন সময়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সাল পর্যন্ত উভয়ের পরিবারের সদস্যরাই ব্যাংকটিতে যুক্ত ছিলেন ও নেতৃত্ব দেন।

২০১৭ সালে পারটেক্স গ্রুপ ইউসিবির মালিকানা ছেড়ে যেতে বাধ্য করা হয়। এরপর থেকে ব্যাংকটিতে একক আধিপত্য বিস্তার করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবার। ব্যাংকটির চেয়ারপারসনের দায়িত্ব নেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান। তবে রুকমিলা জামান যুক্তরাজ্যে অবস্থান করায় ব্যাংকটি মূলত সাইফুজ্জামান চৌধুরী পরিচালনা করেন, এমনটাই জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। তাদের অভিযোগ ২০১৭ সাল থেকে ব্যাংকটিকে একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে ‘অবাধ লুটপাট, আর্থিক দুর্নীতি ও বিদেশে টাকা পাচার’ করা হয়েছে। ফলে ব্যাংকটিতে খেলাপি ঋণ বেড়েছে। ২০১৭ সালে ব্যাংকে খেলাপি ঋণ ছিল ১ হাজার ৭৯২ কোটি টাকা, যা ২০২৩ সাল শেষে বেড়ে হয়েছে ২ হাজার ৭৮২ কোটি টাকা।

এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে আন্দোলন করে ব্যাংকের দেড় শতাধিকের বেশি শেয়ারহোল্ডার। ওই সময় তারা বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করে সাবেক ভূমিমন্ত্রীর ‘বিদেশে অর্থ পাচার’ ও ব্যাংকটির নানা অনিয়ম নিয়ে অভিযোগ উত্থাপন করেন। অপরদিকে, মালিকানা ফেরত পাওয়ার চেষ্টা করছেন ইউসিবির অন্যতম প্রতিষ্ঠাতা পারটেক্স গ্রুপের এম এ হাসেম পরিবার। এর প্রেক্ষিতে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েকজন শেয়ারহোল্ডারের নামে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের বরাবর চিঠি দিয়েছে। চিঠিতে ব্যাংকের আর্থিক খারাপ অবস্থার চিত্র তুলে ধরে অবিলম্বে মালিকানা বদল চাওয়া হয়।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর হিসেবে নিয়োগ পায় ড. আহসান এইচ মনসুর। এরপর ব্যাংক খাতে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে দীর্ঘ দিন দখলে থাকা, সরকার পতনের পর মালিক পক্ষ পালিয়ে যাওয়া ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে নতুন পরিচালক নিয়োগ দেওয়ার কাজ শুরু করেছে। ইতিমধ্যে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন তিন ব্যাংকের (ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক) পর্ষদ পুন:গঠন করা হয়েছে। আরো কয়েকটি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।