মৃত্যুর আগে যা জানালেন কক্সবাজারের বিএনপি নেতা শফি

  • Update Time : ১০:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • / 44

এরফান হোছাইন:

রাজনৈতিক প্রতিহিংসায় মারধরের শিকার হয়ে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফি।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত ৫ আগস্ট রাতে পৌরসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে মহেশখালী পৌরসভার বানিয়ার দোকান এলাকায় সাবেক এমপি আলমগীর ফরিদ গ্রপের রাজনীতির সাথে জড়িত মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হক নাহিদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শফি। চিকিৎসাধীন থাকা অবস্থায় এক অডিও বার্তায় তার উপর এ হামলার বর্ণনা দেন শফি নিজেই।

শফিউল আলম শফি মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মহেশখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গ্রুপ এর রাজনীতিতে সক্রিয় ছিলেন।

দলের কয়েক নেতাকর্মী জানিয়েছেন, গ্রুপ ভিত্তিক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শফিকে নির্মমভাবে মৃত্যু বরণ করতে হয়েছে।

উল্লেখ্য যে, মহেশখালী উপজেলায় বিএনপির রাজনীতিতে সাবেক এমপি আলমগীর ফরিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ এর আলাদা দুটি গ্রুপ রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


মৃত্যুর আগে যা জানালেন কক্সবাজারের বিএনপি নেতা শফি

Update Time : ১০:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

এরফান হোছাইন:

রাজনৈতিক প্রতিহিংসায় মারধরের শিকার হয়ে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফি।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত ৫ আগস্ট রাতে পৌরসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে মহেশখালী পৌরসভার বানিয়ার দোকান এলাকায় সাবেক এমপি আলমগীর ফরিদ গ্রপের রাজনীতির সাথে জড়িত মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হক নাহিদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শফি। চিকিৎসাধীন থাকা অবস্থায় এক অডিও বার্তায় তার উপর এ হামলার বর্ণনা দেন শফি নিজেই।

শফিউল আলম শফি মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মহেশখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গ্রুপ এর রাজনীতিতে সক্রিয় ছিলেন।

দলের কয়েক নেতাকর্মী জানিয়েছেন, গ্রুপ ভিত্তিক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শফিকে নির্মমভাবে মৃত্যু বরণ করতে হয়েছে।

উল্লেখ্য যে, মহেশখালী উপজেলায় বিএনপির রাজনীতিতে সাবেক এমপি আলমগীর ফরিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ এর আলাদা দুটি গ্রুপ রয়েছে।