নবীনগরে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা তিনশতাধিক দোকান উচ্ছেদ

  • Update Time : ০৯:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 38

শুভ চক্রবর্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজার সংলগ্ন নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের উভয় পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গার উপর অবৈধভাবে গড়ে তোলা তিনশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের নেতৃত্বে সড়ক ও জনপদ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মীর নিজাম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু মুছা সহ এক দল আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সরজমিনে জানা যায়, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অসংখ্য পুলিশের উপস্থিতিতে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা বাঙ্গরা বাজর সংলগ্ন নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের উভয় পাশের প্রায় তিনশতাধিক পাকা ও আধাপাকা দোকান কয়েক ঘন্টা ধরে একাধিক বড় ক্রেন দিয়ে উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলে নিয়ে আরসিসি পিলার ও টিনসেডের অবৈধ স্থাপনা নির্মাণ করে তারা ব্যবসা করেছে। তাদেরকে বারবার নোটিশ করা হলেও তারা সরে না যাওয়ায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মীর নিজাম আহমেদ জানান, আমরা পূর্বেও উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে রাজনৈতিক বাধার সম্মুখীন হয়েছিলাম। তবে, এবার আমরা আর কারো বাধা আমলে নেই নি।

এ দিকে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানায়, আচমকা অসংখ্য পুলিশ ও কর্মকর্তারা এসে আমাদের তিনশত দোকান কয়েক ঘন্টার মধ্য ক্রেন দিয়ে ভেঙ্গে ফেলেছে। আমাদের প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সর্বস্বান্ত হয়ে গেছি।

Tag :

Please Share This Post in Your Social Media


নবীনগরে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা তিনশতাধিক দোকান উচ্ছেদ

Update Time : ০৯:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

শুভ চক্রবর্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজার সংলগ্ন নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের উভয় পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গার উপর অবৈধভাবে গড়ে তোলা তিনশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের নেতৃত্বে সড়ক ও জনপদ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মীর নিজাম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু মুছা সহ এক দল আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সরজমিনে জানা যায়, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অসংখ্য পুলিশের উপস্থিতিতে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা বাঙ্গরা বাজর সংলগ্ন নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের উভয় পাশের প্রায় তিনশতাধিক পাকা ও আধাপাকা দোকান কয়েক ঘন্টা ধরে একাধিক বড় ক্রেন দিয়ে উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলে নিয়ে আরসিসি পিলার ও টিনসেডের অবৈধ স্থাপনা নির্মাণ করে তারা ব্যবসা করেছে। তাদেরকে বারবার নোটিশ করা হলেও তারা সরে না যাওয়ায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মীর নিজাম আহমেদ জানান, আমরা পূর্বেও উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে রাজনৈতিক বাধার সম্মুখীন হয়েছিলাম। তবে, এবার আমরা আর কারো বাধা আমলে নেই নি।

এ দিকে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানায়, আচমকা অসংখ্য পুলিশ ও কর্মকর্তারা এসে আমাদের তিনশত দোকান কয়েক ঘন্টার মধ্য ক্রেন দিয়ে ভেঙ্গে ফেলেছে। আমাদের প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সর্বস্বান্ত হয়ে গেছি।