আবারও কক্সবাজারে এক পর্যটক নিখোঁজ ; উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ

  • Update Time : ০৯:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 32

এরফান হোছাইন :

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটক হলেন মো. রাহাত।   

সোমবার (১৫ জুলাই) দুপুরে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রাহাদ ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।
 
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এ তথ্য জানিয়েছেন। 
নিখোঁজ পর্যটকের স্বজনদের বরাত দিয়ে মনজুর মোরশেদ জানান, সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে রাহাদও কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে ওঠার পর সৈকতে ঘুরতে বের হন। সৈকতে ঘোরাঘুরির এক পর্যায়ে খালাতো ভাই-বোনদের সাথে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় সমুদ্রে গোসলে নামেন। এতে স্রোতের টানে তারা ৪ জন ভেসে যেতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহাদ ভেসে যায়। পরে খবর পেয়ে লাইফ গার্ড ও বিচকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেটস্কি নিয়ে উদ্ধারে নামলেও রাহাদের সন্ধান পাননি। এরপর সাগরের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার বেশি সময় ধরে তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালায়।

ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা জানান, নিখোঁজের সন্ধানে বিচকর্মী ও লাইফ গার্ডকর্মীদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। 

এক প্রত্যক্ষদর্শী পর্যটক অভিযোগ করে বলেন, উদ্ধারে যদি সময়মত দ্রুত আসতো তাহলে রাহাতকে উদ্ধার করা যেতো কিন্তু উদ্ধারকর্মীরা দেরীতে আসায় রাহাত নিখোঁজ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৪ জন পর্যটক নিখোঁজ হোন। কিন্তু অন্যান্য পরিবারের ৩ জনকে উদ্ধার করলেও রাহাতকে উদ্ধার করতে সক্ষম হয়নি। কারণ উদ্ধারকারীদের কেও ৪ জনের নিখোঁজ এর খবর দেয়নি। পরে উদ্ধারকারীরা লাবণী পয়েন্ট চলে আসলে তখন ডুবে যাচ্ছে এরকম মাথা দেখতে পেলে সেখানে গিয়েও খোজঁ পায়নি। তবে দ্রুত পৌঁছাতে সক্ষম না হওয়ায় ডুবে যাওয়া নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়নি । সেসময় সাগরে প্রচন্ড স্রোত ও বাতাস থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে বলে মনে করছেন লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বীচ ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তারা৷

Tag :

Please Share This Post in Your Social Media


আবারও কক্সবাজারে এক পর্যটক নিখোঁজ ; উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ

Update Time : ০৯:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

এরফান হোছাইন :

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ পর্যটক হলেন মো. রাহাত।   

সোমবার (১৫ জুলাই) দুপুরে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রাহাদ ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।
 
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এ তথ্য জানিয়েছেন। 
নিখোঁজ পর্যটকের স্বজনদের বরাত দিয়ে মনজুর মোরশেদ জানান, সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে রাহাদও কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে ওঠার পর সৈকতে ঘুরতে বের হন। সৈকতে ঘোরাঘুরির এক পর্যায়ে খালাতো ভাই-বোনদের সাথে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় সমুদ্রে গোসলে নামেন। এতে স্রোতের টানে তারা ৪ জন ভেসে যেতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহাদ ভেসে যায়। পরে খবর পেয়ে লাইফ গার্ড ও বিচকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেটস্কি নিয়ে উদ্ধারে নামলেও রাহাদের সন্ধান পাননি। এরপর সাগরের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার বেশি সময় ধরে তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালায়।

ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা জানান, নিখোঁজের সন্ধানে বিচকর্মী ও লাইফ গার্ডকর্মীদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। 

এক প্রত্যক্ষদর্শী পর্যটক অভিযোগ করে বলেন, উদ্ধারে যদি সময়মত দ্রুত আসতো তাহলে রাহাতকে উদ্ধার করা যেতো কিন্তু উদ্ধারকর্মীরা দেরীতে আসায় রাহাত নিখোঁজ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৪ জন পর্যটক নিখোঁজ হোন। কিন্তু অন্যান্য পরিবারের ৩ জনকে উদ্ধার করলেও রাহাতকে উদ্ধার করতে সক্ষম হয়নি। কারণ উদ্ধারকারীদের কেও ৪ জনের নিখোঁজ এর খবর দেয়নি। পরে উদ্ধারকারীরা লাবণী পয়েন্ট চলে আসলে তখন ডুবে যাচ্ছে এরকম মাথা দেখতে পেলে সেখানে গিয়েও খোজঁ পায়নি। তবে দ্রুত পৌঁছাতে সক্ষম না হওয়ায় ডুবে যাওয়া নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়নি । সেসময় সাগরে প্রচন্ড স্রোত ও বাতাস থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে বলে মনে করছেন লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বীচ ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তারা৷