বগুড়া শেরপুরে বস্তাবন্দী কিশোরের লাশ উদ্ধার।

  • Update Time : ০৪:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / 43

শাহীন শেরপুর(বগুড়া)প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পুকুর থেকে তামিম (১৪) নামের এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
১১ ই জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ আমনের হান্নানের পুকুর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের মুকুল আকন্দের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কিশোর তামিম ১০ জুলাই সকাল সাতটা থেকে নিখোঁজ হয়েছে। পরে ঐ রাতেই থানায় নিখোঁজ জিডি করেন তার পরিবারের লোকজন।
এদিকে জিডির পরের দিন ১১ জুলাই সকালে উপজেলার দক্ষিণ আমইন গ্রামের হান্নানের পুকুরে একটি বস্তা ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে এলাকাবাসীর সংবাদ পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন ও শেরপুর থানার ওসি রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করেন। পরে বস্তা থেকে লাশ বের করলে দক্ষিণ আমইন গ্রামের মুকুল আকন্দ লাশটি তার ছেলে বলে শনাক্ত করেন।
খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ঘটনার স্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম (রেজা) জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media


বগুড়া শেরপুরে বস্তাবন্দী কিশোরের লাশ উদ্ধার।

Update Time : ০৪:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

শাহীন শেরপুর(বগুড়া)প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পুকুর থেকে তামিম (১৪) নামের এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
১১ ই জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ আমনের হান্নানের পুকুর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের মুকুল আকন্দের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কিশোর তামিম ১০ জুলাই সকাল সাতটা থেকে নিখোঁজ হয়েছে। পরে ঐ রাতেই থানায় নিখোঁজ জিডি করেন তার পরিবারের লোকজন।
এদিকে জিডির পরের দিন ১১ জুলাই সকালে উপজেলার দক্ষিণ আমইন গ্রামের হান্নানের পুকুরে একটি বস্তা ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে এলাকাবাসীর সংবাদ পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন ও শেরপুর থানার ওসি রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করেন। পরে বস্তা থেকে লাশ বের করলে দক্ষিণ আমইন গ্রামের মুকুল আকন্দ লাশটি তার ছেলে বলে শনাক্ত করেন।
খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রশিদ ঘটনার স্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম (রেজা) জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।