মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

  • Update Time : ১০:২১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • / 38

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় জোসনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) বিকেলের দিকে উপজেলার ষোলঘর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

মৃত জোসনা বেগম লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামের নোমান বেপারীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ওই নারী কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্কভাবে রেললাইন অতিক্রম করছিলেন।

স্থানীয় ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ওই নারী কানে হেড ফোন লাগিয়ে ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলছিলেন। এতে তিনি অন্যমনস্ক হয়ে পড়েন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস নামে একটি ট্রেন ছুটে যাচ্ছিল। ওই সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

মুন্সীগঞ্জ শ্রীনগর রেলস্টেশনের কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশের টিম এবং স্থানীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

Update Time : ১০:২১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় জোসনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) বিকেলের দিকে উপজেলার ষোলঘর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

মৃত জোসনা বেগম লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামের নোমান বেপারীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ওই নারী কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্কভাবে রেললাইন অতিক্রম করছিলেন।

স্থানীয় ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ওই নারী কানে হেড ফোন লাগিয়ে ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলছিলেন। এতে তিনি অন্যমনস্ক হয়ে পড়েন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস নামে একটি ট্রেন ছুটে যাচ্ছিল। ওই সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

মুন্সীগঞ্জ শ্রীনগর রেলস্টেশনের কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশের টিম এবং স্থানীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।