বাঁকখালী নদীতে ভেসে এলো অজ্ঞাত এক নারীর মৃতদেহ

  • Update Time : ০৮:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / 44

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর মোহনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত এক নারীর মৃতদেহ। পুলিশ এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ মে) দুপুর ১ টার দিকে সদরের নুনিয়াছড়া বাঁকখালী নদী ও সমুদ্রের পানি যেখানে গিয়ে মিশেছে ঠিক ঐ জায়গা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন।

স্থানীয় স্পীটবোট চালকেরা জানান, রোববার এক স্পীটবোট চালক মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে বাঁকখালী নদী ও সমুদ্রের পানি যেখানে গিয়ে মিশেছে ঠিক ওই জায়গায় জোয়ারের পানিতে একজনের মরদেহ ভাসছে। তখন তিনি স্পীডবোটের লাইনম্যানকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

এনিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ রকিবুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অজ্ঞাত নারীর মরদেহ। মরদেহের আসল পরিচয় উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশের একটি টিম।
তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্তের পর মৃত্যুর কারণ ও পরিচয় জানা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media


বাঁকখালী নদীতে ভেসে এলো অজ্ঞাত এক নারীর মৃতদেহ

Update Time : ০৮:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর মোহনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত এক নারীর মৃতদেহ। পুলিশ এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ মে) দুপুর ১ টার দিকে সদরের নুনিয়াছড়া বাঁকখালী নদী ও সমুদ্রের পানি যেখানে গিয়ে মিশেছে ঠিক ঐ জায়গা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন।

স্থানীয় স্পীটবোট চালকেরা জানান, রোববার এক স্পীটবোট চালক মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে বাঁকখালী নদী ও সমুদ্রের পানি যেখানে গিয়ে মিশেছে ঠিক ওই জায়গায় জোয়ারের পানিতে একজনের মরদেহ ভাসছে। তখন তিনি স্পীডবোটের লাইনম্যানকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

এনিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ রকিবুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অজ্ঞাত নারীর মরদেহ। মরদেহের আসল পরিচয় উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশের একটি টিম।
তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্তের পর মৃত্যুর কারণ ও পরিচয় জানা যাবে।