কাপ্তাইয়ে নাছির উদ্দিন ও রাজস্থলীতে উবাচ মারমা বিজয়ী

  • Update Time : ১০:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • / 42

কাপ্তাইয়ে নাছির উদ্দিন ও রাজস্থলীতে উবাচ মারমা বিজয়ী
বিজয়ী চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দীন ও উবাচ মারমা

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দীন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী পেয়েছেন ৬ হাজার ৯৭৩ ভোট। এ ছাড়া চেয়ারম্যান পদে অপর প্রার্থী সু্ব্রত বিকাশ তনচংগ্যা জটিল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪৭ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সুইপ্রু মারমা। তিনি পেয়েছেন ৮ হাজার ৫৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীক নিয়ে আবদুল হাই খোকন পেয়েছেন ৮ হাজার ২৮৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীক নিয়ে বিউটি হোসেন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৩৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে ফারহানা আহমেদ পপি পেয়েছেন ৯ হাজার ২৪৮ ভোট।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এর আগে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

এদিকে, বেসরকারি ফলাফলে রাজস্থলী উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উবাচ মারমা। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন রানা পেয়েছেন ২ হাজার ১৮ ভোট।

সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

Tag :

Please Share This Post in Your Social Media


কাপ্তাইয়ে নাছির উদ্দিন ও রাজস্থলীতে উবাচ মারমা বিজয়ী

Update Time : ১০:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

কাপ্তাইয়ে নাছির উদ্দিন ও রাজস্থলীতে উবাচ মারমা বিজয়ী
বিজয়ী চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দীন ও উবাচ মারমা

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দীন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৩৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী পেয়েছেন ৬ হাজার ৯৭৩ ভোট। এ ছাড়া চেয়ারম্যান পদে অপর প্রার্থী সু্ব্রত বিকাশ তনচংগ্যা জটিল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪৭ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সুইপ্রু মারমা। তিনি পেয়েছেন ৮ হাজার ৫৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীক নিয়ে আবদুল হাই খোকন পেয়েছেন ৮ হাজার ২৮৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীক নিয়ে বিউটি হোসেন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৩৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে ফারহানা আহমেদ পপি পেয়েছেন ৯ হাজার ২৪৮ ভোট।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এর আগে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

এদিকে, বেসরকারি ফলাফলে রাজস্থলী উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উবাচ মারমা। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন রানা পেয়েছেন ২ হাজার ১৮ ভোট।

সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।