কাঁচা মরিচের কেজি কেন ২০০ টাকা ছাড়াল?

  • Update Time : ০৯:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • / 53

কাঁচা মরিচের কেজি গত ১০ দিনের ব্যবধানে ২০০ থেকে ২২০ টাকা ছাড়িয়েছে। ঈদুল আজহার মাসখানেক আগেই কাঁচা মরিচের বাজার অস্থির হয়ে উঠেছে। গত বছর কোরবানির সময় কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। দাম নিয়ন্ত্রণে সরকার তখন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছিল।

এদিকে, ব্যবসায়ীরা বলছেন, বছরের এ সময়ে কাঁচা মরিচের সরবরাহে কিছুটা ঘাটতি থাকে। তখন আমদানি করে চাহিদা মেটাতে হয়। এবার দাম বাড়তে থাকলেও দাম নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

শনিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, বৃষ্টির কারণে বাজারে মরিচের সরবরাহ কমেছে। ১০ দিন আগে যে কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে, এখন তার দাম ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত উঠেছে।

গত বছরের এই সময়ে উৎপাদন কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম বেড়ে যায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বৃষ্টিসহিষ্ণু মরিচের জাত কম। ফলে বৃষ্টি বেশি হলে কাঁচা মরিচের উৎপাদন কমে যায়। তখন আমদানি করে কাঁচা মরিচের চাহিদা মেটানো হয়। সাধারণত ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়।

বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার গণমাধ্যমকে বলেন, এ সময়ে কাঁচা মরিচের উৎপাদন কম থাকে। এবার প্রচণ্ড গরমের কারণে কিছু মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। আবার বৃষ্টিতেও কিছু গাছ পচে গেছে। এজন্য এখনই আমদানির উদ্যোগ নিতে হবে।

জানা গেছে, এ বছর কাঁচা মরিচ আমদানির অনুমতি (আইপি) দেওয়া হয়নি। তবে বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media


কাঁচা মরিচের কেজি কেন ২০০ টাকা ছাড়াল?

Update Time : ০৯:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

কাঁচা মরিচের কেজি গত ১০ দিনের ব্যবধানে ২০০ থেকে ২২০ টাকা ছাড়িয়েছে। ঈদুল আজহার মাসখানেক আগেই কাঁচা মরিচের বাজার অস্থির হয়ে উঠেছে। গত বছর কোরবানির সময় কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। দাম নিয়ন্ত্রণে সরকার তখন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছিল।

এদিকে, ব্যবসায়ীরা বলছেন, বছরের এ সময়ে কাঁচা মরিচের সরবরাহে কিছুটা ঘাটতি থাকে। তখন আমদানি করে চাহিদা মেটাতে হয়। এবার দাম বাড়তে থাকলেও দাম নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

শনিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, বৃষ্টির কারণে বাজারে মরিচের সরবরাহ কমেছে। ১০ দিন আগে যে কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে, এখন তার দাম ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত উঠেছে।

গত বছরের এই সময়ে উৎপাদন কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম বেড়ে যায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বৃষ্টিসহিষ্ণু মরিচের জাত কম। ফলে বৃষ্টি বেশি হলে কাঁচা মরিচের উৎপাদন কমে যায়। তখন আমদানি করে কাঁচা মরিচের চাহিদা মেটানো হয়। সাধারণত ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়।

বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার গণমাধ্যমকে বলেন, এ সময়ে কাঁচা মরিচের উৎপাদন কম থাকে। এবার প্রচণ্ড গরমের কারণে কিছু মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। আবার বৃষ্টিতেও কিছু গাছ পচে গেছে। এজন্য এখনই আমদানির উদ্যোগ নিতে হবে।

জানা গেছে, এ বছর কাঁচা মরিচ আমদানির অনুমতি (আইপি) দেওয়া হয়নি। তবে বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।