মার্কিন বোমায় মারা গেছেন ফিলিস্তিনিরা: বাইডেন

  • Update Time : ০৭:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • / 48

ইসরায়েলকে বোমা দিয়েছিল আমেরিকা। সেই বোমা গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের উপর ব্যবহার করেছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৮৪৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক তৃতীয়াংশ শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য দপ্তর।

সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওই বোমার আঘাতে এবং অন্যভাবে গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষ মারা গেছেন। ইসরায়েলের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র দায়বদ্ধ। তাই তারা আয়রন ডোম রকেট ইন্টারসেপটার দেবে।

তবে যুক্তরাষ্ট্র একটা বিভাজনরেখাও তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ইসরায়েল যদি রাফাতে আক্রমণ করে, তাহলে আমেরিকা তাদের অস্ত্র ও গোলাবারুদ দেবে না।’

যুক্তরাষ্ট্র এর আগে বারবার ইসরায়েলকে বলেছে, তারা যেন দক্ষিণ গাজার শহর রাফায় আক্রমণ না করে। চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলের মন্ত্রিসভা রাফায় সামরিক অভিযানের অনুমতি দিয়েছে। সেখানে ১২ লাখ ফিলিস্তিনি বসবাস করে।

ইসরায়েলের সেনা রাফার পূর্ব দিকে আঘাত করতে চায়। সেজন্য সেনা হাজার হাজার মানুষকে জায়গা খালি করে চলে যেতে বলেছে।

রাফায় ইসরায়েল হামলায় গত ২৪ ঘণ্টায় ৩৬ জন ফিলিস্তিনি বেসামরিক মানুষ মারা গেছেন বলে স্থানীয় কুয়েত হাসপাতাল জানিয়েছে। নিহতদের মধ্যে শিশু আছে। ইসরায়েলের বিমান হামলায় তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও তারা মারা যায় বলে কুয়েত হাসপাতাল জানিয়েছে।

বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, রাফায় ইসরায়েলি আক্রমণ চলছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ইউএনএফপিএ বুধবার জানিয়েছে, রাফার প্রধান মেটারনিটি হাসপাতাল আর নতুন করে কোনো রোগীকে ভর্তি করছে না।

এদিকে ওয়াশিংটনে পুলিশ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের তৈরি করা ব্যারিকেড সরিয়ে দিয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়। পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে। ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা স্থানীয় কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করার পর পুলিশ এই ব্যবস্থা নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রথমে কাউকে গ্রেপ্তার না করে পরিস্থিতি সামলাতে চেয়েছিল। কিন্তু বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে। বিক্ষোভও তীব্র হয়। তারপর তারা ব্যবস্থা নিয়েছে। সূত্র :ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

Tag :

Please Share This Post in Your Social Media


মার্কিন বোমায় মারা গেছেন ফিলিস্তিনিরা: বাইডেন

Update Time : ০৭:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

ইসরায়েলকে বোমা দিয়েছিল আমেরিকা। সেই বোমা গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের উপর ব্যবহার করেছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৮৪৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক তৃতীয়াংশ শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য দপ্তর।

সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওই বোমার আঘাতে এবং অন্যভাবে গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষ মারা গেছেন। ইসরায়েলের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র দায়বদ্ধ। তাই তারা আয়রন ডোম রকেট ইন্টারসেপটার দেবে।

তবে যুক্তরাষ্ট্র একটা বিভাজনরেখাও তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ইসরায়েল যদি রাফাতে আক্রমণ করে, তাহলে আমেরিকা তাদের অস্ত্র ও গোলাবারুদ দেবে না।’

যুক্তরাষ্ট্র এর আগে বারবার ইসরায়েলকে বলেছে, তারা যেন দক্ষিণ গাজার শহর রাফায় আক্রমণ না করে। চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলের মন্ত্রিসভা রাফায় সামরিক অভিযানের অনুমতি দিয়েছে। সেখানে ১২ লাখ ফিলিস্তিনি বসবাস করে।

ইসরায়েলের সেনা রাফার পূর্ব দিকে আঘাত করতে চায়। সেজন্য সেনা হাজার হাজার মানুষকে জায়গা খালি করে চলে যেতে বলেছে।

রাফায় ইসরায়েল হামলায় গত ২৪ ঘণ্টায় ৩৬ জন ফিলিস্তিনি বেসামরিক মানুষ মারা গেছেন বলে স্থানীয় কুয়েত হাসপাতাল জানিয়েছে। নিহতদের মধ্যে শিশু আছে। ইসরায়েলের বিমান হামলায় তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও তারা মারা যায় বলে কুয়েত হাসপাতাল জানিয়েছে।

বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, রাফায় ইসরায়েলি আক্রমণ চলছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ইউএনএফপিএ বুধবার জানিয়েছে, রাফার প্রধান মেটারনিটি হাসপাতাল আর নতুন করে কোনো রোগীকে ভর্তি করছে না।

এদিকে ওয়াশিংটনে পুলিশ ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের তৈরি করা ব্যারিকেড সরিয়ে দিয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়। পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে। ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা স্থানীয় কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করার পর পুলিশ এই ব্যবস্থা নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রথমে কাউকে গ্রেপ্তার না করে পরিস্থিতি সামলাতে চেয়েছিল। কিন্তু বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে। বিক্ষোভও তীব্র হয়। তারপর তারা ব্যবস্থা নিয়েছে। সূত্র :ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স