কক্সবাজারে ‘মহান মে দিবস’ পালিত 

  • Update Time : ১১:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • / 76

কক্সবাজার প্রতিনিধি:

 “শ্রমিক-মালিক গড়বো দেশ; স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে ‘মহান মে দিবস’ ২০২৪।

বুধবার (১ মে) সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরানের সভাপতিত্বে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়।

শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে এসে সমাবেশে পরিণত হয়। পরবর্তীতে সেখানেই অনুষ্ঠিত হয় মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা।

আলোচনা সভায় স্থানীয় সরকার উপ-পরিচালক এস.এম ফেরদৌস ইসলাম, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা সভাপতি শফিকুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী সহ বিভিন্ন পেশা-শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস, তাদের অবদান এবং বর্তমান সময়ে তাদের সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিক-মালিক ঐক্যের মাধ্যমে দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকার উপরও আলোকপাত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


কক্সবাজারে ‘মহান মে দিবস’ পালিত 

Update Time : ১১:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪

কক্সবাজার প্রতিনিধি:

 “শ্রমিক-মালিক গড়বো দেশ; স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে ‘মহান মে দিবস’ ২০২৪।

বুধবার (১ মে) সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরানের সভাপতিত্বে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়।

শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে এসে সমাবেশে পরিণত হয়। পরবর্তীতে সেখানেই অনুষ্ঠিত হয় মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা।

আলোচনা সভায় স্থানীয় সরকার উপ-পরিচালক এস.এম ফেরদৌস ইসলাম, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা সভাপতি শফিকুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী সহ বিভিন্ন পেশা-শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস, তাদের অবদান এবং বর্তমান সময়ে তাদের সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিক-মালিক ঐক্যের মাধ্যমে দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকার উপরও আলোকপাত করেন।