মালিবাগে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে হোটেলে আগুন, দগ্ধ ৪

  • Update Time : ০৯:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • / 77

রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল হোটেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে।

এর মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, সবুজ (২৪), মো. মারুফ (১৬) মো. জুলহাস (১৮) ও আব্দুল হান্নান (৪০)। তারা সবাই ওই হোটেলের কর্মচারী।

দগ্ধ মারুফ বলেন, আমরা চারজনই ওই হোটেলে কাজ করি। আজ সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে আমরা চারজন দগ্ধ হই।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, আজ সন্ধ্যার দিকে মালিবাগ থেকে দগ্ধ অবস্থায় চারজনকে আনা হয়েছিল। এর মধ্যে সবুজ ২৭ শতাংশ, মারুফ ১৮ শতাংশ এবং জুলহাস ১৬ শতাংশ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। এছাড়া হান্নানের শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবগত করেছি।

Tag :

Please Share This Post in Your Social Media


মালিবাগে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে হোটেলে আগুন, দগ্ধ ৪

Update Time : ০৯:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪

রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল হোটেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে।

এর মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, সবুজ (২৪), মো. মারুফ (১৬) মো. জুলহাস (১৮) ও আব্দুল হান্নান (৪০)। তারা সবাই ওই হোটেলের কর্মচারী।

দগ্ধ মারুফ বলেন, আমরা চারজনই ওই হোটেলে কাজ করি। আজ সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে আমরা চারজন দগ্ধ হই।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, আজ সন্ধ্যার দিকে মালিবাগ থেকে দগ্ধ অবস্থায় চারজনকে আনা হয়েছিল। এর মধ্যে সবুজ ২৭ শতাংশ, মারুফ ১৮ শতাংশ এবং জুলহাস ১৬ শতাংশ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। এছাড়া হান্নানের শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবগত করেছি।