‘আইএমএফের পরীক্ষায় পাশ করেছে বাংলাদেশ’

  • Update Time : ০৩:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / 59

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের পরীক্ষায় পাশ করেছে বাংলাদেশ। তাই সময়মতো ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েন্দু দের সাথে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ ও রাজস্ব আদায়ের শর্ত পূরণের ক্ষেত্রে ভালোর দিকে আছে বাংলাদেশ। মার্চে আইএমএফের টিম আসবে। এরপর সংস্থাটির তৃতীয় কিস্তির ঋণের ছাড় হবে আশা করি।

এ সময় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সাথে একীভূত করা যায়, এই প্র্যাকটিস সব দেশে আছে। এক্ষেত্রে সময় দিতে হবে। তবে এখনো তেমন সিদ্ধান্ত নেয়া কিংবা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের তৎপরতা থাকলেও এটি সময় সাপেক্ষ। অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো উদ্যোগ নেয়নি।

পরে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলসের সাথে বৈঠক করেছেন অর্থমন্ত্রী। বলেন, দেশটি থেকে ক্যানোলা তেল আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোসহ বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


‘আইএমএফের পরীক্ষায় পাশ করেছে বাংলাদেশ’

Update Time : ০৩:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের পরীক্ষায় পাশ করেছে বাংলাদেশ। তাই সময়মতো ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েন্দু দের সাথে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ ও রাজস্ব আদায়ের শর্ত পূরণের ক্ষেত্রে ভালোর দিকে আছে বাংলাদেশ। মার্চে আইএমএফের টিম আসবে। এরপর সংস্থাটির তৃতীয় কিস্তির ঋণের ছাড় হবে আশা করি।

এ সময় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সাথে একীভূত করা যায়, এই প্র্যাকটিস সব দেশে আছে। এক্ষেত্রে সময় দিতে হবে। তবে এখনো তেমন সিদ্ধান্ত নেয়া কিংবা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের তৎপরতা থাকলেও এটি সময় সাপেক্ষ। অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো উদ্যোগ নেয়নি।

পরে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলসের সাথে বৈঠক করেছেন অর্থমন্ত্রী। বলেন, দেশটি থেকে ক্যানোলা তেল আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোসহ বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে।