নির্বাচন ত্রুটিপূর্ণ এমন মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র: ওবায়দুল কাদের

  • Update Time : ০৬:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / 62

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রুটিপূর্ণ এমন মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটি দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ ত্রুটিপূর্ণ বলেনি। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও নয়। নির্বাচনের ফলাফলের পর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস । পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সর্বশেষ সংসদ অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূত প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। সংসদের প্রথম অধিবেশনেও যুক্তরাষ্ট্রের উপস্থিতি লক্ষ্য করি। এর মানে কী দাঁড়ায়?’ আমাদের নির্বাচন ত্রুটিপূর্ণ বলেনি, সবাই একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে।’

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশ অনুমতি দেয়নি। অনুমতি ছাড়া ফ্রিস্টাইল কর্মসূচি দেয়ার সুযোগ নেই। অনুমতি নেবে না, আর রাস্তায় ফ্রিস্টাইল কর্মসূচি করবে আর আমরা সেটা মেনে নিব- তা মনে করার কোনো কারণ নেই।’

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সংসদ বিষয়ক বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পার্লামেন্ট ফাংশনাল না হলে তিনি কেন এলেন? স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি যা বলেছেন, তাতে মনে হয়, তুলকালাম কাণ্ড ঘটাবেন। নিয়ম লঙ্ঘন করে তিনি কথা বলেছেন। ওনার কথা বলার যথেষ্ট সুযোগ ছিল সামনে।’

সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব ও অগ্রাধিকার দেবে আওয়ামী লীগ।’

Tag :

Please Share This Post in Your Social Media


নির্বাচন ত্রুটিপূর্ণ এমন মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র: ওবায়দুল কাদের

Update Time : ০৬:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রুটিপূর্ণ এমন মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটি দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ ত্রুটিপূর্ণ বলেনি। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও নয়। নির্বাচনের ফলাফলের পর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস । পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সর্বশেষ সংসদ অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূত প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। সংসদের প্রথম অধিবেশনেও যুক্তরাষ্ট্রের উপস্থিতি লক্ষ্য করি। এর মানে কী দাঁড়ায়?’ আমাদের নির্বাচন ত্রুটিপূর্ণ বলেনি, সবাই একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে।’

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশ অনুমতি দেয়নি। অনুমতি ছাড়া ফ্রিস্টাইল কর্মসূচি দেয়ার সুযোগ নেই। অনুমতি নেবে না, আর রাস্তায় ফ্রিস্টাইল কর্মসূচি করবে আর আমরা সেটা মেনে নিব- তা মনে করার কোনো কারণ নেই।’

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সংসদ বিষয়ক বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পার্লামেন্ট ফাংশনাল না হলে তিনি কেন এলেন? স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি যা বলেছেন, তাতে মনে হয়, তুলকালাম কাণ্ড ঘটাবেন। নিয়ম লঙ্ঘন করে তিনি কথা বলেছেন। ওনার কথা বলার যথেষ্ট সুযোগ ছিল সামনে।’

সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব ও অগ্রাধিকার দেবে আওয়ামী লীগ।’