গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে বিএনপি: ওবায়দুল কাদের

  • Update Time : ০১:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / 41

বিএনপির অগ্নি সন্ত্রাস গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচিত প্রতিনিধিদের সংসদে বসার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ করে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আজ সংসদে বসবেন।’

ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘বাজার নিয়ন্ত্রণে কঠিন দায়িত্ব’
বাজার নিয়ন্ত্রণে নতুন সংসদ কঠিন দায়িত্ব পালন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আজকের বিশ্ব পরিস্থিতি পৃথিবীময় অর্থনীতির ওপর চরম আঘাত এনেছে। আজকে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করি জনগণের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা কাজ করবে।’

‘কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র’
গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কালো পতাকা মিছিল গণবিরোধী কর্মসূচি। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে ষড়যন্ত্র প্রতিহত করবে আওয়ামী লীগ।’

তিনি আরও বলেন, ‘বিএনপির আন্দোলনের ব্যর্থতার দায় আওয়ামী লীগ নেবে না। বিএনপি তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে জনগণের জানমাল রক্ষায় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ।’

Tag :

Please Share This Post in Your Social Media


গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে বিএনপি: ওবায়দুল কাদের

Update Time : ০১:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

বিএনপির অগ্নি সন্ত্রাস গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচিত প্রতিনিধিদের সংসদে বসার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ করে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আজ সংসদে বসবেন।’

ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘বাজার নিয়ন্ত্রণে কঠিন দায়িত্ব’
বাজার নিয়ন্ত্রণে নতুন সংসদ কঠিন দায়িত্ব পালন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আজকের বিশ্ব পরিস্থিতি পৃথিবীময় অর্থনীতির ওপর চরম আঘাত এনেছে। আজকে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করি জনগণের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা কাজ করবে।’

‘কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র’
গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কালো পতাকা মিছিল গণবিরোধী কর্মসূচি। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে ষড়যন্ত্র প্রতিহত করবে আওয়ামী লীগ।’

তিনি আরও বলেন, ‘বিএনপির আন্দোলনের ব্যর্থতার দায় আওয়ামী লীগ নেবে না। বিএনপি তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে জনগণের জানমাল রক্ষায় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ।’